রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দোনেৎস্কের আন্দ্রিভকা পুনর্দখল করল ইউক্রেন

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আংশিক দখলকৃত দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম পুনর্দখল করেছে তাদের সেনারা। এছাড়া রুশ বাহিনীর ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি। এ ব্যাপারে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জেনারেল স্টাফ বলেছেন, ‘বাখমুতের দিকে, বোহদানিভকায় শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ভেদ করার চেষ্টা থামিয়ে দেয়নি।’ ‘তবে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, আক্রমণাত্মক অভিযানের সময় ক্লিসচিভকার দিকে আংশিক সফলতা পেয়েছে।’ ‘অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্দ্রিভকা পুনর্দখল করেছে। এ সময় শত্রুদের (রুশ বাহিনীর) যুদ্ধাস্ত্র এবং মানবশক্তির অনেক ক্ষয়ক্ষতি সাধন করেছে।’ আন্দ্রিভকা গ্রামটি বিধ্বস্ত ও বিপর্যস্ত বাখমুতের দক্ষিণ দিকে অবস্থিত। ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ২৫ বার লড়াই হয়েছে। শত্রুরা ২টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের ওপর ৫৬ বার গোলাবর্ষণ করেছে। এছাড়া গতকাল হামলাকারীরা ইউক্রেনে ২২টি শহীদ-১৩৬/১৩১ আত্মঘাতি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। যার মধ্যে ১৭টি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।’ এদিকে চলতি বছরের জুনে দখলকৃতস্থানগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ চালানো শুরু করে ইউক্রেন। এই অভিযানের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পেলেও; কয়েকদিন আগে রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রথম ধাপ ভেদ করার দাবি করে কিয়েভের সেনারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দোনেৎস্কের আন্দ্রিভকা পুনর্দখল করল ইউক্রেন

প্রকাশিত সময় : ০৭:২৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আংশিক দখলকৃত দোনেৎস্কের আন্দ্রিভকা গ্রাম পুনর্দখল করেছে তাদের সেনারা। এছাড়া রুশ বাহিনীর ছোড়া ১৭টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছেন তিনি। এ ব্যাপারে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে জেনারেল স্টাফ বলেছেন, ‘বাখমুতের দিকে, বোহদানিভকায় শত্রুরা আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ভেদ করার চেষ্টা থামিয়ে দেয়নি।’ ‘তবে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী, আক্রমণাত্মক অভিযানের সময় ক্লিসচিভকার দিকে আংশিক সফলতা পেয়েছে।’ ‘অভিযানের সময় তারা সফলতা পেয়েছে এবং আন্দ্রিভকা পুনর্দখল করেছে। এ সময় শত্রুদের (রুশ বাহিনীর) যুদ্ধাস্ত্র এবং মানবশক্তির অনেক ক্ষয়ক্ষতি সাধন করেছে।’ আন্দ্রিভকা গ্রামটি বিধ্বস্ত ও বিপর্যস্ত বাখমুতের দক্ষিণ দিকে অবস্থিত। ফেসবুকে ইউক্রেনের জেনারেল স্টাফ আরও জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ২৫ বার লড়াই হয়েছে। শত্রুরা ২টি ক্ষেপণাস্ত্র এবং ৫৯ বার বিমান হামলা চালিয়েছে। এছাড়া আমাদের সেনা ও বেসামরিকদের ওপর ৫৬ বার গোলাবর্ষণ করেছে। এছাড়া গতকাল হামলাকারীরা ইউক্রেনে ২২টি শহীদ-১৩৬/১৩১ আত্মঘাতি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। যার মধ্যে ১৭টি ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।’ এদিকে চলতি বছরের জুনে দখলকৃতস্থানগুলো থেকে রুশ সেনাদের হটিয়ে দিতে পাল্টা আক্রমণ চালানো শুরু করে ইউক্রেন। এই অভিযানের শুরুর দিকে প্রত্যাশা অনুযায়ী সফলতা না পেলেও; কয়েকদিন আগে রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার প্রথম ধাপ ভেদ করার দাবি করে কিয়েভের সেনারা।