বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

কুড়িগ্রামে দুই দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি অব্যাহত থাকায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশা চালকরা রয়েছে দুর্ভোগে।  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। আগামী দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানান তারা। জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের রিকশা চালক আলম মিয়া জানান, বৃষ্টির কারণে রিকশা নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যায় না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি চালাতে হয়। খুবই সমস্যায় আছেন। কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা দিনমজুর আজিজ জানান, দুই দিন ধরে ঘরে বসে আছেন। কাজে যেতে পারছেন না। বৃষ্টি থামার লক্ষণ নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছেন। বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জেলা শহরের ফায়ার সার্ভিসসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় পানি জমে মানুষের দুর্ভোগ বাড়াবে বলে জানান স্থানীয়রা। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র রায় জানান, গত দুই দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আরও দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুড়িগ্রামে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

প্রকাশিত সময় : ০৬:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে দুই দিন ধরে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কখনও ভারী, কখনও হালকা বৃষ্টি অব্যাহত থাকায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হতে পারছেন না। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশা চালকরা রয়েছে দুর্ভোগে।  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কৃষি আবহাওয়া অফিসের রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৯ মিলিমিটার। আগামী দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনার কথা জানান তারা। জেলার রাজারহাট উপজেলার বালাকান্দি গ্রামের রিকশা চালক আলম মিয়া জানান, বৃষ্টির কারণে রিকশা নিয়ে বের হলেও ভাড়া পাওয়া যায় না। প্রতিদিন চাল, তরকারি কিনতে হয়। এনজিওর কিস্তি চালাতে হয়। খুবই সমস্যায় আছেন। কুড়িগ্রাম পৌরসভার বাসিন্দা দিনমজুর আজিজ জানান, দুই দিন ধরে ঘরে বসে আছেন। কাজে যেতে পারছেন না। বৃষ্টি থামার লক্ষণ নেই। পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়েছেন। বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রাম পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জেলা শহরের ফায়ার সার্ভিসসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে শুরু করেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এসব এলাকায় পানি জমে মানুষের দুর্ভোগ বাড়াবে বলে জানান স্থানীয়রা। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া কৃষি অফিসের আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র রায় জানান, গত দুই দিন ধরে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। আরও দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।