বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তাকবির-জিকিরে মুখর চট্টগ্রাম

তাকবির, হামদ, নাতে রাসুল, গজল ও জিকিরে মুখরিত বন্দরনগরী চট্টগ্রাম। লাখো মানুষের অংশগ্রহণে চলছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস। ৫১তম এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুসে অংশ নিতে বৃহস্পতিবার ভোর থেকে নগরের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন চট্টগ্রাম ও আশপাশের জেলার ভক্তরা। জশনে জুলুসকে কেন্দ্র করে আগে থেকেই বর্ণিল আলোকসজ্জায় সেজেছে নগরের বিভিন্ন সড়ক। নির্দিষ্ট কয়েকটি সড়ক ঘুরে মাদরাসা মাঠে মাহফিলে এসে পৌঁছেছে জুলুস। জোহরের নামাজের পর সেখানে হবে দোয়া ও মোনাজাত। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জশনে জুলুস এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। মানুষ চায় জুলুস বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পাবে। এটি গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলে চট্টগ্রামকেও সম্মানিত করবে। অ্যাডিশনাল সেক্রেটারি মো. শামসুদ্দিন বলেন, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর দিকনির্দেশনায় বাংলাদেশে প্রথম জুলুসের সূচনা হয়। চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড় খানকাহ শরিফ থেকে আনজুমানের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরির নেতৃত্বে জুলুসটি বের হয়েছিল। ডেইলি-বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তাকবির-জিকিরে মুখর চট্টগ্রাম

প্রকাশিত সময় : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩

তাকবির, হামদ, নাতে রাসুল, গজল ও জিকিরে মুখরিত বন্দরনগরী চট্টগ্রাম। লাখো মানুষের অংশগ্রহণে চলছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস। ৫১তম এ জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। পবিত্র ঈদে মিলাদুন্নবীর (স.) জশনে জুলুসে অংশ নিতে বৃহস্পতিবার ভোর থেকে নগরের ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন চট্টগ্রাম ও আশপাশের জেলার ভক্তরা। জশনে জুলুসকে কেন্দ্র করে আগে থেকেই বর্ণিল আলোকসজ্জায় সেজেছে নগরের বিভিন্ন সড়ক। নির্দিষ্ট কয়েকটি সড়ক ঘুরে মাদরাসা মাঠে মাহফিলে এসে পৌঁছেছে জুলুস। জোহরের নামাজের পর সেখানে হবে দোয়া ও মোনাজাত। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, জশনে জুলুস এখন চট্টগ্রামের ঐতিহ্যে রূপ নিয়েছে। মানুষ চায় জুলুস বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান পাবে। এটি গিনেজ বুক অব ওয়ার্ল্ডে স্থান পেলে চট্টগ্রামকেও সম্মানিত করবে। অ্যাডিশনাল সেক্রেটারি মো. শামসুদ্দিন বলেন, ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল গাউসে জামান আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর দিকনির্দেশনায় বাংলাদেশে প্রথম জুলুসের সূচনা হয়। চট্টগ্রামের বলুয়ার দীঘির পাড় খানকাহ শরিফ থেকে আনজুমানের তৎকালীন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূর মোহাম্মদ আলকাদেরির নেতৃত্বে জুলুসটি বের হয়েছিল। ডেইলি-বাংলাদেশ