দেশের মধ্যাঞ্চল ও আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এ কারণে বৃষ্টি অনেকটাই কমেগেছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী বুধবার পর্যন্ত দেশে বৃষ্টি কম থাকবে। তবে বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মাত্র ১৩টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায়; রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃহস্পতি ও শুক্রবার থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়, ৪২ মিলিমিটার। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে, ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:৫৫:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- ১৭৭
Tag :
সর্বাধিক পঠিত



























