রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যা: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এদিকে গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন বলেন, ‘হে আল্লাহ, তুমি আমাদের ভাইবোন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে রক্ষা করো। তাদের রুহ মাফ করে দাও এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনকে ধৈর্যধারণের তওফিক দাও। আহতদের দ্রুত সুস্থ করে দাও। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ভূমিকা পালন করার তওফিক দাও।’

এ সময় খতিবসহ মসজিদের বেশিরভাগ মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। সবাই নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

অন্যদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম এলাকায় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন ইসলামি দল। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ, বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে খেলাফতে মজলিসসহ সাধারণ মুসল্লিরা। তারা বাংলাদেশ সরকারকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও প্রস্তাব দেওয়া হয়।

পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাসও : ইসরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচিতে অংশ নেবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে আজ দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘এই সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজারের বেশি নারী। অন্যদিকে হামাসের হামলায় অন্তত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ফিলিস্তিনে গণহত্যা: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

প্রকাশিত সময় : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহতের ঘটনায় আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এদিকে গাজাসহ ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে বায়তুল মোকাররম মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন বলেন, ‘হে আল্লাহ, তুমি আমাদের ভাইবোন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে রক্ষা করো। তাদের রুহ মাফ করে দাও এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনকে ধৈর্যধারণের তওফিক দাও। আহতদের দ্রুত সুস্থ করে দাও। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি ভূমিকা পালন করার তওফিক দাও।’

এ সময় খতিবসহ মসজিদের বেশিরভাগ মুসল্লি কান্নায় ভেঙে পড়েন। সবাই নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

অন্যদিকে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের নিহত হওয়ার প্রতিবাদে গতকাল বাদ জুমা বায়তুল মোকাররম এলাকায় নানা কর্মসূচি পালন করে বিভিন্ন ইসলামি দল। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশ, বায়তুল মোকাররম এলাকায় মিছিল করেছে খেলাফতে মজলিসসহ সাধারণ মুসল্লিরা। তারা বাংলাদেশ সরকারকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের পক্ষ নেওয়া দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও প্রস্তাব দেওয়া হয়।

পতাকা অর্ধনমিত রাখবে যুক্তরাষ্ট্র দূতাবাসও : ইসরায়েলের বোমা হামলায় নিহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালন কর্মসূচিতে অংশ নেবে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসও। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নির্দেশে আজ দূতাবাসে পতাকা অর্ধনমিত রাখা হবে বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, প্রত্যেক নিরপরাধ মানুষের প্রাণহানিতে শোক প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। ২১ অক্টোবর যুক্তরাষ্ট্র দূতাবাসের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের একটি বক্তব্য উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়, ‘এই সংঘাতে নিহত প্রতিটি ধর্ম ও জাতির বেসামরিক ব্যক্তিদের জন্য আমরা শোক প্রকাশ করি।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাতে চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৯৪০ শিশু এবং ১ হাজারের বেশি নারী। অন্যদিকে হামাসের হামলায় অন্তত ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক বাস্তুচ্যুত হয়েছে।