পূর্ব এশিয়ার দেশ তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাতটার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে দ্বীপ ভূখণ্ডটির আবহাওয়া ব্যুরো। শক্তিশালী ভূমিকম্পের জেরে সারাদেশসহ রাজধানী তাইপেই কেঁপে উঠে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাইওয়ানের বার্তাসংস্থা ফোকাস তাইওয়ান এবং রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাগরে, হুয়ালিয়েন কাউন্টি হলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে, ৫.৭ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের জেরে রাজধানী তাইপেইয়ের মেট্রো পরিষেবার ট্রেনগুলো কিছুক্ষণের জন্য ধীর হয়ে গেলেও পরবর্তীতে পরিষেবা বেশ দ্রুত স্বাভাবিক হয়ে যায় বলে শহর কর্তৃপক্ষ জানিয়েছে। প্রসঙ্গত, দু’টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় তাইওয়ান সাধারণত ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত।
রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:২০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- ৯৬
Tag :
সর্বাধিক পঠিত



























