শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের চেকপোস্ট, তল্লাশি

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশের দুদিন আগে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করছে পুলিশ।

সরজমিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় গাড়ির ভেতরে উঠেও জিজ্ঞাবাদসহ সন্দেজনক ব্যক্তি এবং তাদের সাথে থাকা ব্যাগ ও ডায়েরি তল্লাশি করছে পুলিশ।
তল্লাশি চালানো যানবাহনের মধ্যে ছিল ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

এসময় পুলিশ যাত্রীদের কাছে তারা কোথা থেকে এসেছেন, কোথায় যেতে যান, তাদের পেশাগত পরিচয়—এমন অনেক কিছু জানতে চায়। অনেকের পরিচয়পত্র যাচাই করে দেখা হয়। এসময় চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশির কারণে সেখানে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে। তবে দুপুরের পর পুলিশের চেকপোস্ট কার্যক্রমে শিথিলতা দেখা দেছে।

আমিবাজার চেকপোস্টে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়।

তল্লাশির বিষয়ে জানতে চাইলে আমিনবাজার চেকপোস্টে থাকা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, আগামী ২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ আছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম। এটা চলমান থাকবে। তবে চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের চেকপোস্ট, তল্লাশি

অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় সকাল থেকেই ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় চেকপোস্টে যানবাহনের ফিটনেস, বৈধ লাইসেন্স ও হেলমেট-বিহীন মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তল্লাশিকার্যক্রমের বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার (এএসপি) সাজ্জাদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও মোটরসাইকেল আরোহী যাদের হেলমেট যাদের নেই তাদের জিজ্ঞেসাবাদ করার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে আমাদের ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্ট সহয়তা করছেন।

প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এর আগে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে র‌্যাব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের চেকপোস্ট, তল্লাশি

প্রকাশিত সময় : ০৫:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-আওয়ামী লীগের মহাসমাবেশের দুদিন আগে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর ও আমিনবাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে জোর তল্লাশি শুরু করছে পুলিশ।

সরজমিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজার এলাকায় গিয়ে দেখা যায়, বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতিতে ঢাকাগামী বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় গাড়ির ভেতরে উঠেও জিজ্ঞাবাদসহ সন্দেজনক ব্যক্তি এবং তাদের সাথে থাকা ব্যাগ ও ডায়েরি তল্লাশি করছে পুলিশ।
তল্লাশি চালানো যানবাহনের মধ্যে ছিল ঢাকাগামী দূরপাল্লার বিভিন্ন যাত্রীবাহী বাস, গণপরিবহন, প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল।

এসময় পুলিশ যাত্রীদের কাছে তারা কোথা থেকে এসেছেন, কোথায় যেতে যান, তাদের পেশাগত পরিচয়—এমন অনেক কিছু জানতে চায়। অনেকের পরিচয়পত্র যাচাই করে দেখা হয়। এসময় চেকপোস্টে গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও মালামাল তল্লাশির কারণে সেখানে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি লক্ষ করা গেছে। তবে দুপুরের পর পুলিশের চেকপোস্ট কার্যক্রমে শিথিলতা দেখা দেছে।

আমিবাজার চেকপোস্টে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহাসহ পুলিশের আরও কয়েকজন কর্মকর্তাকে উপস্থিত থাকতে দেখা যায়।

তল্লাশির বিষয়ে জানতে চাইলে আমিনবাজার চেকপোস্টে থাকা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, আগামী ২৮ তারিখে যেহেতু রাজধানীতে দুটি রাজনৈতিক দলের সমাবেশ আছে, সেহেতু কেউ যেন ঢাকায় প্রবেশ করে কোনো নাশকতা কিংবা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করতেই পুলিশের এই চেকপোস্ট কার্যক্রম। এটা চলমান থাকবে। তবে চেকপোস্ট থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।ঢাকা-আরিচা মহাসড়কে র‌্যাব-পুলিশের চেকপোস্ট, তল্লাশি

অন্যদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর এলাকায় সকাল থেকেই ঢাকা জেলা ট্রাফিক পুলিশের সমন্বয়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। এসময় চেকপোস্টে যানবাহনের ফিটনেস, বৈধ লাইসেন্স ও হেলমেট-বিহীন মোটরসাইকেল চালকদের জিজ্ঞাসাবাদ করা হয়।

তল্লাশিকার্যক্রমের বিষয়ে র‌্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার (এএসপি) সাজ্জাদুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। এটা আমাদের নিয়মিত অভিযানের অংশ। যানবাহনের ফিটনেস, লাইসেন্স ও মোটরসাইকেল আরোহী যাদের হেলমেট যাদের নেই তাদের জিজ্ঞেসাবাদ করার পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অভিযানে আমাদের ঢাকা জেলা ট্রাফিক পুলিশের তিনজন সার্জেন্ট সহয়তা করছেন।

প্রসঙ্গত, আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে এর আগে ঢাকার প্রবেশমুখে চেকপোস্ট বসানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে র‌্যাব।