রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আকাশ থেকে পড়ছে ডলার, কুড়াচ্ছে চার হাজার মানুষ!

আকাশ থেকে পড়ছে কাড়ি কাড়ি ডলার। আর তা কুড়াচ্ছে কয়েক হাজার মানুষ। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে এমনই একটি ঘটনা ঘটেছে। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, সেদিন প্রায় চার হাজার মানুষ হেলিকপ্টার থেকে ছড়ানো ১০ লাখ ডলার সংগ্রহ করে। আর তা এক ঘণ্টারও কম সময়ের মধ্যে। চমকে দেওয়া এই উদ্যোগ নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোশেক, যিনি কাজমা নামেও পরিচিত।

কাজমা ভেবেছিলেন, একটি প্রতিযোগিতার আয়োজন করবেন এবং বিজয়ীকে ১০ লাখ ডলার দেবেন। ঘোষণা দেওয়া হয়, কাজমার চলচ্চিত্র ‘ওয়ানম্যানশো: দ্য মুভি’তে দেখানো সাংকেতিক ভাষার অর্থ খুঁজে বের করতে হবে। কিন্তু কেউই এর সমাধান করতে পারেনি।

এরপরই হেলিকপ্টার থেকে ‘ডলার বৃষ্টি’ ছড়ানোর পরিকল্পনা করা হয়। ঘোষণা আসে, কয়েক দিনের মধ্যে চেক প্রজাতন্ত্রের ওপর দিয়ে একটি কার্গো হেলিকপ্টার উড়ে যাবে। যেখানে থাকবে একটি কনটেইনার। চেক প্রজাতন্ত্রের যেকোনো স্থানে কনটেইনারটির দরজা খুলে যাবে। যারা তাদের কার্ড চালু করেছেন, তারাই কয়েক ঘণ্টা আগে জানতে পারবেন কখন ও কোথায় দরজাটি খুলবে।

সকাল ছয়টার দিকে প্রতিযোগীদের কাছে ই-মেল করেন কাজমা। প্রতিশ্রুতি অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় ডলারগুলো ফেলা হয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওটি শেয়ার করেছেন কাজমা। ক্যাপশনে লিখেছেন, বিশ্বে প্রথমবারের মতো সত্যিকারের ডলারের বৃষ্টি হলো!

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে যখন ডলারের বৃষ্টি ঝরছিল, তখন লোকজন ব্যাগ নিয়ে একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং যত বেশি সম্ভব ব্যাগে ডলার ভরার চেষ্টা করছেন। অনেকে সহজে ডলার সংগ্রহের জন্য ছাতাও ব্যবহার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আকাশ থেকে পড়ছে ডলার, কুড়াচ্ছে চার হাজার মানুষ!

প্রকাশিত সময় : ০৫:২০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

আকাশ থেকে পড়ছে কাড়ি কাড়ি ডলার। আর তা কুড়াচ্ছে কয়েক হাজার মানুষ। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের লিসা নাদ লাবেম শহরের কাছে এমনই একটি ঘটনা ঘটেছে। ঘটনাটির একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। গতকাল বুধবার (২৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, সেদিন প্রায় চার হাজার মানুষ হেলিকপ্টার থেকে ছড়ানো ১০ লাখ ডলার সংগ্রহ করে। আর তা এক ঘণ্টারও কম সময়ের মধ্যে। চমকে দেওয়া এই উদ্যোগ নিয়েছিলেন চেক প্রজাতন্ত্রের ইনফ্লুয়েন্সার ও টিভি উপস্থাপক কামিল বারতোশেক, যিনি কাজমা নামেও পরিচিত।

কাজমা ভেবেছিলেন, একটি প্রতিযোগিতার আয়োজন করবেন এবং বিজয়ীকে ১০ লাখ ডলার দেবেন। ঘোষণা দেওয়া হয়, কাজমার চলচ্চিত্র ‘ওয়ানম্যানশো: দ্য মুভি’তে দেখানো সাংকেতিক ভাষার অর্থ খুঁজে বের করতে হবে। কিন্তু কেউই এর সমাধান করতে পারেনি।

এরপরই হেলিকপ্টার থেকে ‘ডলার বৃষ্টি’ ছড়ানোর পরিকল্পনা করা হয়। ঘোষণা আসে, কয়েক দিনের মধ্যে চেক প্রজাতন্ত্রের ওপর দিয়ে একটি কার্গো হেলিকপ্টার উড়ে যাবে। যেখানে থাকবে একটি কনটেইনার। চেক প্রজাতন্ত্রের যেকোনো স্থানে কনটেইনারটির দরজা খুলে যাবে। যারা তাদের কার্ড চালু করেছেন, তারাই কয়েক ঘণ্টা আগে জানতে পারবেন কখন ও কোথায় দরজাটি খুলবে।

সকাল ছয়টার দিকে প্রতিযোগীদের কাছে ই-মেল করেন কাজমা। প্রতিশ্রুতি অনুযায়ী, নির্ধারিত সময়ে নির্দিষ্ট জায়গায় ডলারগুলো ফেলা হয়। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিওটি শেয়ার করেছেন কাজমা। ক্যাপশনে লিখেছেন, বিশ্বে প্রথমবারের মতো সত্যিকারের ডলারের বৃষ্টি হলো!

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে যখন ডলারের বৃষ্টি ঝরছিল, তখন লোকজন ব্যাগ নিয়ে একটি মাঠের মধ্যে দৌড়াচ্ছেন এবং যত বেশি সম্ভব ব্যাগে ডলার ভরার চেষ্টা করছেন। অনেকে সহজে ডলার সংগ্রহের জন্য ছাতাও ব্যবহার করেছেন।