পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার বোমা বিস্ফোরণে পাঁচ জন নিহত এবং ২১ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। বোমা হামলার লক্ষ্যবস্তু ছিল একটি পুলিশ ভ্যান।
আফগান সীমান্তের কাছে খাইবারপাখতুনখোয়া প্রদেশের শহর ডেরা ইসমাইল খানে এই হামলার ঘটনা ঘটেছে। সেখানে সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গিবাদ বেড়েছে। তবে নিহতদের মধ্যে কতজন পুলিশ ও কতজন সাধারণ নাগরিক রয়েছে-এ বিষয়ে কোনো তথ্য জানাননি উদ্ধার কর্মকর্তারা। খবর রয়টার্সের
দেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ আদনান জানান, পুলিশের একটি টহলদার বাহিনীর ওপর লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে এটি আত্মঘাতী বোমা হামলা ছিল নাকি আগে থেকেই সেখানে বোমটি পুঁতে রাখা হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য জানাননি তিনি।
উদ্ধার কর্মকর্তা আজিজ মেহমুদ বলেন, বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে কতজন পুলিশ ও কতজন বেসামরিক নাগরিক রয়েছে তা স্পষ্ট করেননি তিনি।
এখন পর্যন্ত কোনো সংগঠন বা গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত থাকার দাবি করেননি। এর আগে গত মাসে ঈদে মিলাদুন্নবীর দিনে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে দুটি বিস্ফোরণ ঘটে। এতে বহু মানুষ নিহত হয়।
জেলার একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জাফর ইসলাম বলেছেন, বোমাটি একটি মোটরসাইকেলে স্থাপন করা হয়েছিল। বিস্ফোরণের লক্ষ্য ছিল একটি পুলিশ ভ্যান। পাঁচজন নিহত হয়েছে। নিহতরা সবাই বেসামরিক।
দেরা ইসমাইল খান ক্যাম্পে কয়েকদিন আগে একজন পুলিশকে হামলা করে হত্যার পর এই বোমা হামলার ঘটনা ঘটল।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























