পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়
অতিরক্ত উপমহাপরিদর্শক হওয়া কর্মকর্তারা হলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার আব্দুল ওয়ারিশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এ বি এম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ ।
আরও পদোন্নতি পেয়েছেন খুলনা নৌ-পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, সিএমপির উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























