রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে ১২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বানেশ^রের পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি হলেন রহিদুল ইসলাম (৩৪)। সে পূর্বপাড়া গ্রামের মৃত রাব্বেলের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, তার বাড়ির শয়ন কক্ষের চৌকির নিচে বস্তার ভিতর ফেনসিডিল রাখা হয়েছে। প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ফেন্সিডিল উদ্ধার করে। এই ফেনসিডিলগুলো সীমান্ত এলাকা হতে সংগ্রহ করত সে। এর আগেও তার বিরুদ্ধে নয়টি মামলা আছে। তার বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

রিপোর্টারের নাম 

























