রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

 

আজকের পত্রিকা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে, বুঝেশুনে বিনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অ্যাট্রাকটিভ মুনাফার কথা বলছেন—যে গাড়ির দাম ১০০ টাকা, বলছে ৫০ টাকায় দেবে—এগুলো বাস্তবসম্মত কি-না, সেগুলো দেখেশুনে আমরা ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি, যেন কেউ প্রতারিত না হয়। প্রতারিত হওয়ায় সম্ভাবনা কী রকম আছে, সেটাও তারা যেন যাচাই করে ইনভেস্ট করে। যারা প্রতারণা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে, শাস্তির ব্যবস্থা করবে। আমাদের কাছে খবর আসছে, এগুলো নিয়ে তদন্ত কমিটি কাজ করছে।

 

’ ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জের মতো অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইভ্যালিসহ কয়েকটি প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে, এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে, তবে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা (রক্ষাকারী বাহিনী) ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে।’ তিনি বলেন, ‘যেখানে আশঙ্কাজনক মনে হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা (রক্ষাকারী) বাহিনী তদন্ত করছে এবং দেখছে।

আমরা শুধু দেখছি কেউ প্রতারিত হচ্ছে কি না, কেউ প্রতারণা করছে কি না।’ টেলিমেডিসিন সেবার প্রসার নিয়ে প্রখ্যাত নিউরোসার্জন এম আলীর সঙ্গে ধামাকা শুধু আলাপ করেছিল।

এরপর ওই চিকিৎসকের নাম-প্রতিষ্ঠান ব্যবহার করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `এতে তিনি বিপদে পড়েছেন। আমার কাছে এসে কেঁদে কেঁদে বলেছেন তিনি কিছুই জানতেন না।’

গ্রাহকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা লগ্নি করেন, ইনভেস্ট করেন, তার আগে বুঝেশুনে করবেন, যাতে প্রতারিত হতে না হয়। আপনারা নিজে চিন্তা করবেন। এই যে প্রলোভন আপনাদের দেখাচ্ছে, এটা বাস্তবসম্মত কি না। সেটা নিজেরা চিন্তা করে ইনভেস্ট করবেন। আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই; ইনভেস্ট করার আগে আপনারা বুঝে নেবেন আপনাদের ঝুঁকি কতখানি এবং আপনারা কী রকমভাবে পণ্য পাবেন।

সেটা না জেনে আপনারা ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন।’ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড তদারকিতে এই খাতের তদারক সংস্থার দুর্বলতা আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়কে এটা জিজ্ঞেস করতে পারেন। আমার কথা হলো, যদি কেউ প্রতারণা করেন, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।

যাঁরা প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকার হওয়ার আগেই বারবার চিন্তা করে ইনভেস্ট করবেন—এটা হলো আমাদের রিকোয়েস্ট।’ ই-অরেঞ্জের সঙ্গে জড়িত একজন পুলিশ কর্মকর্তা পালিয়ে ভারতে গিয়ে আটক হয়েছেন। তাঁকে দেশে ফেরানো নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `সিস্টেম অনুযায়ীই চলে আসবে। তাদের (ভারতের) সঙ্গে আমাদের চুক্তি আছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালসচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ।

 

আজকের পত্রিকা ই-কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সঙ্গে প্রতারণা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব প্রতিষ্ঠানের প্রলোভনে না পড়ে, বুঝেশুনে বিনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা অ্যাট্রাকটিভ মুনাফার কথা বলছেন—যে গাড়ির দাম ১০০ টাকা, বলছে ৫০ টাকায় দেবে—এগুলো বাস্তবসম্মত কি-না, সেগুলো দেখেশুনে আমরা ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি, যেন কেউ প্রতারিত না হয়। প্রতারিত হওয়ায় সম্ভাবনা কী রকম আছে, সেটাও তারা যেন যাচাই করে ইনভেস্ট করে। যারা প্রতারণা করবে, তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করবে, শাস্তির ব্যবস্থা করবে। আমাদের কাছে খবর আসছে, এগুলো নিয়ে তদন্ত কমিটি কাজ করছে।

 

’ ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জের মতো অনেকগুলো ই-কমার্স প্রতিষ্ঠান তৈরি হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইভ্যালিসহ কয়েকটি প্রতিষ্ঠান মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কীভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে, এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে, তা যদি পূরণ না করে, তবে আইন অনুযায়ী আইনশৃঙ্খলা (রক্ষাকারী বাহিনী) ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে।’ তিনি বলেন, ‘যেখানে আশঙ্কাজনক মনে হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা (রক্ষাকারী) বাহিনী তদন্ত করছে এবং দেখছে।

আমরা শুধু দেখছি কেউ প্রতারিত হচ্ছে কি না, কেউ প্রতারণা করছে কি না।’ টেলিমেডিসিন সেবার প্রসার নিয়ে প্রখ্যাত নিউরোসার্জন এম আলীর সঙ্গে ধামাকা শুধু আলাপ করেছিল।

এরপর ওই চিকিৎসকের নাম-প্রতিষ্ঠান ব্যবহার করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `এতে তিনি বিপদে পড়েছেন। আমার কাছে এসে কেঁদে কেঁদে বলেছেন তিনি কিছুই জানতেন না।’

গ্রাহকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাঁরা লগ্নি করেন, ইনভেস্ট করেন, তার আগে বুঝেশুনে করবেন, যাতে প্রতারিত হতে না হয়। আপনারা নিজে চিন্তা করবেন। এই যে প্রলোভন আপনাদের দেখাচ্ছে, এটা বাস্তবসম্মত কি না। সেটা নিজেরা চিন্তা করে ইনভেস্ট করবেন। আমি সবাইকে এই মেসেজটা দিতে চাই; ইনভেস্ট করার আগে আপনারা বুঝে নেবেন আপনাদের ঝুঁকি কতখানি এবং আপনারা কী রকমভাবে পণ্য পাবেন।

সেটা না জেনে আপনারা ইনভেস্ট করা থেকে বিরত থাকবেন।’ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড তদারকিতে এই খাতের তদারক সংস্থার দুর্বলতা আছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়কে এটা জিজ্ঞেস করতে পারেন। আমার কথা হলো, যদি কেউ প্রতারণা করেন, আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।

যাঁরা প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকার হওয়ার আগেই বারবার চিন্তা করে ইনভেস্ট করবেন—এটা হলো আমাদের রিকোয়েস্ট।’ ই-অরেঞ্জের সঙ্গে জড়িত একজন পুলিশ কর্মকর্তা পালিয়ে ভারতে গিয়ে আটক হয়েছেন। তাঁকে দেশে ফেরানো নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, `সিস্টেম অনুযায়ীই চলে আসবে। তাদের (ভারতের) সঙ্গে আমাদের চুক্তি আছে।’