শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একরাতে ১২টি গাড়ি পুড়িয়ে দেয়ার টার্গেট ছিলো তাদের

রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরাতে ১২ গাড়ি পুড়িয়ে দেয়ার টার্গেট ছিলো বলে স্বীকার করে তারা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাফিজুরের মোটিরসাইকেল থেকে পেট্রোল বের করে বাসে আগুন দেয়া হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার মদদেই এ অগ্নিকাণ্ড ঘটাতো বলে স্বীকার করেছে তারা।

 

তিনি আও বলেন, প্রতি গাড়ীতে আগুন দেয়ার বিনিময়ে তিনজনকে ৫ হাজার টাকা করে দেয়ার কথা ছিল। এরমধ্যে ১ হাজার টাকা অগ্রিম দেয়া হয় এবং বাকি ৪ হাজার টাকা আগুন দেয়ার পর দেয়ার কথা ছিল।

এদিন রাতে আড়াই ঘন্টার ব্যবধানে মিরপুর চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ মিরপুরে শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয়া হয়। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। গত দুই দিন ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর আজ (মঙ্গলবার) একদিনের বিরতি দিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

একরাতে ১২টি গাড়ি পুড়িয়ে দেয়ার টার্গেট ছিলো তাদের

প্রকাশিত সময় : ১০:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

রাজধানীর মিরপুরে বিআরটিসি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরাতে ১২ গাড়ি পুড়িয়ে দেয়ার টার্গেট ছিলো বলে স্বীকার করে তারা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা।

তিনি বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। এ ঘটনায় হাফিজুর রহমান (৩৫), শহীদুল ইসলাম (২০) ও শামীম (৪৫) নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাফিজুরের মোটিরসাইকেল থেকে পেট্রোল বের করে বাসে আগুন দেয়া হয়। মহানগর স্বেচ্ছাসেবক দলের এক নেতার মদদেই এ অগ্নিকাণ্ড ঘটাতো বলে স্বীকার করেছে তারা।

 

তিনি আও বলেন, প্রতি গাড়ীতে আগুন দেয়ার বিনিময়ে তিনজনকে ৫ হাজার টাকা করে দেয়ার কথা ছিল। এরমধ্যে ১ হাজার টাকা অগ্রিম দেয়া হয় এবং বাকি ৪ হাজার টাকা আগুন দেয়ার পর দেয়ার কথা ছিল।

এদিন রাতে আড়াই ঘন্টার ব্যবধানে মিরপুর চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সর্বশেষ মিরপুরে শুকতারা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-১ বেড়িবাঁধের নবাবের বাগ উওরপাড়া এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয়া হয়। খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ ছাড়া রাত ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। গত দুই দিন ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ পালন করা হয়। এরপর আজ (মঙ্গলবার) একদিনের বিরতি দিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ।