রাজধানীর আদাবরের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। গতকাল বুধবার দিনগত রাত দেড়টার দিকে আদাবর থানা এলাকার একটি ১৬ তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, ১টা ২২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 





















