রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেন কি ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন?

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ৪৪ দিন ধরে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। এসবের মধ্যে মসজিদ, গির্জা, স্কুল চার্চ ও হাসপাতালও আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলার ঘটনা ঘটছে

হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন পোস্টে মতামত লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে তিনি মনে করেন।

গতকাল শনিবার ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা শান্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন-কাঠামোর অধীনে পুনরেকত্রিত হওয়া উচিত, শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত।’

বাইডেন আরও বলেছেন, ‘আমি ইসরায়লি নেতাদের স্পষ্ট করে বলেছি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা এসবের জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

তিনি নিবন্ধে বলেছেন, ‘পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করা চরমপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত। যার মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও রয়েছে।’ তবে তিনি স্পষ্ট করেননি ইসরায়েলকে কি এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা। তিনি শুধু উল্লেখ করেছেন, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাইডেন কি ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিলেন?

প্রকাশিত সময় : ০৬:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় টানা ৪৪ দিন ধরে যুদ্ধ চলছে। ইসরায়েলি বাহিনীর হামলায় ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৩০ হাজারের বেশি। ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমাবর্ষণে গাজায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। এসবের মধ্যে মসজিদ, গির্জা, স্কুল চার্চ ও হাসপাতালও আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলার ঘটনা ঘটছে

হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ওয়াশিংটন পোস্টে মতামত লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, যুদ্ধের পর শেষ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে থাকা উচিত বলে তিনি মনে করেন।

গতকাল শনিবার ‘দ্য ইউএস ওন্ট ব্যাক ডাউন ফ্রম দ্য চ্যালেঞ্জ অব পুতিন অ্যান্ড হামাস’ শিরোনামে প্রতিবেদনটি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘যেহেতু আমরা শান্তির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, গাজা ও পশ্চিম তীরকে একটি একক শাসন-কাঠামোর অধীনে পুনরেকত্রিত হওয়া উচিত, শেষ পর্যন্ত একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে থাকা উচিত।’

বাইডেন আরও বলেছেন, ‘আমি ইসরায়লি নেতাদের স্পষ্ট করে বলেছি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরমপন্থী সহিংসতা বন্ধ করতে হবে এবং যারা এসবের জন্য দায়ী তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’

তিনি নিবন্ধে বলেছেন, ‘পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলা করা চরমপন্থীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার নিজস্ব পদক্ষেপ নিতে প্রস্তুত। যার মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও রয়েছে।’ তবে তিনি স্পষ্ট করেননি ইসরায়েলকে কি এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা। তিনি শুধু উল্লেখ করেছেন, পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে প্রস্তুত।