মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সাটুরিয়া উপজেলার বারবাড়িয়া কৃষি ইন্সটিটিউট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো পদ্মা লাইন নামের একটি বাস। ঢাকা জেলার বারবাড়িয়া ব্রিজ পার হওয়ার পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ১০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 






















