শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির মেয়াদ শেষ আজ, হামলার পরিকল্পনা ইসরায়েলের

গাজায় আজ শেষ হচ্ছে ৪ দিনের যুদ্ধবিরতি। এরই মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।  এদিকে, যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তৃতীয় ধাপে ১৩ ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 

গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আলোচনায় দোহা

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু জানিয়েছেন, চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই গাজায় পূর্ণ শক্তি নিয়ে আবার হামলা শুরু করবে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

যুদ্ধবিরতির তৃতীয় দিন ১৭ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর ১১৭ ফিলিস্তিনি মুক্তি পেল। তবে ইসরায়েলি কারাগারে নির্যাতন ও অবমাননাকর আচরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা।

এদিকে যুদ্ধবিরতির সময় গাজায় ত্রাণ সহায়তা ঢুকলেও তা যথেষ্ট নয়। এ অবস্থায় এখনও জ্বালানি, খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে বাসিন্দারা।

গত ২ দিনে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ৩ হাজার ২শ’ জনকে গ্রেপ্তার করেছে নেতানিয়াহুর সেনারা।

এদিকে, জাতিসংঘ বলছে এ পর্যন্ত তাদের ৭০টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে ১০৮ কর্মীর। এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুদ্ধবিরতির মেয়াদ শেষ আজ, হামলার পরিকল্পনা ইসরায়েলের

প্রকাশিত সময় : ১০:৫৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩

গাজায় আজ শেষ হচ্ছে ৪ দিনের যুদ্ধবিরতি। এরই মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।  এদিকে, যুদ্ধবিরতির পর গাজায় আবারও হামলা শুরুর কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তৃতীয় ধাপে ১৩ ইসরায়েলিসহ ১৭ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। 

গাজায় যুদ্ধ বিরতির মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে মধ্যস্থতাকারী কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে আলোচনায় দোহা

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নেতানিয়াহু জানিয়েছেন, চারদিনের যুদ্ধবিরতি শেষ হলেই গাজায় পূর্ণ শক্তি নিয়ে আবার হামলা শুরু করবে ইসরায়েল। তবে চুক্তি অনুযায়ী হামাস যদি প্রতিদিন ১০ জন করে জিম্মিকে মুক্তি দেয়, তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

যুদ্ধবিরতির তৃতীয় দিন ১৭ ইসরায়েলি জিম্মির বিনিময়ে ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে তেল আবিব। এ নিয়ে যুদ্ধবিরতি শুরুর পর ১১৭ ফিলিস্তিনি মুক্তি পেল। তবে ইসরায়েলি কারাগারে নির্যাতন ও অবমাননাকর আচরণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা।

এদিকে যুদ্ধবিরতির সময় গাজায় ত্রাণ সহায়তা ঢুকলেও তা যথেষ্ট নয়। এ অবস্থায় এখনও জ্বালানি, খাদ্য ও ওষুধ সংকটে ভুগছে বাসিন্দারা।

গত ২ দিনে অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে ৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধ শুরুর পর থেকে ৩ হাজার ২শ’ জনকে গ্রেপ্তার করেছে নেতানিয়াহুর সেনারা।

এদিকে, জাতিসংঘ বলছে এ পর্যন্ত তাদের ৭০টি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ গেছে ১০৮ কর্মীর। এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি।