কাতারের মধ্যস্থতায় মানবিক যুদ্ধবিরতির মেয়াদ আরো দুদিন বাড়িয়েছে ইসরায়েল। এ দুদিনের প্রতিদিন আরো দশজন করে ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়ার শর্তে এ মানবিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। খবর: তাসের।
অতিরিক্ত এই ২০ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে আরো ৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ মঙ্গলবার এ ৫০ ফিলিস্তিনি বন্দির তালিকা অনুমোদন করেছে।এদের মধ্যে অনেক শিশুও রয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর মিশর এবং কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় চার দিনের (শুক্রবার থেকে সোমবার পর্যন্ত) একটি মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির সম্ভাব্য সম্প্রসারণের ক্ষেত্রে ইসরায়েলি কারাগার থেকে আরো ৫০ জন ফিলিস্তিনি নারীকে মুক্তি দেয়ার জন্য একটি তালিকা অনুমোদন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























