পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সেনা ব্যারাক, কারাগার ও অন্য কয়েকটি স্থানে হামলার ঘটনায় ১৩ সেনা সদস্যসহ অন্তত ২০ জন নিহত হয়েছে।
হামলার পর রাজধানীর একটি কারাগার থেকে প্রায় ২০০০ জন বন্দি পালিয়ে গেছে।খবর রয়টার্স ও আল-জাজিরার।
রবিবার এসব হামলার ঘটনা ঘটেছে বলে সোমবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এদিন ভোররাতে রাজধানী ফ্রিটাউনের বিভিন্ন অংশ থেকে গুলির শব্দ শোনা যায়, এতে নগরীজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলা প্রতিহত করার দাবি করে দেশটির সরকার এসব ঘটনার জন্য ‘পক্ষত্যাগী সেনাদের’ দায়ী করেছে।
প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়ো রবিবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেছেন, হামলার সঙ্গে জড়িত অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এসব ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল ইসা বেঙ্গুরা কে জানিয়েছেন, হামলায় মোট ২০ জন নিহত হয়েছে; তাদের মধ্যে ১৩ জন সৈন্য, ৩ হামলাকারী, এক পুলিশ কর্মকর্তা, এক বেসামরিক ও এক বেসামরিক নিরাপত্তা কর্মী রয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 

























