রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আচরণবিধি ভঙ্গ : প্রতিমন্ত্রী এনামুরকে ইসির নোটিশ

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা-১৯ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং জেলা ও দায়রা জজ জাকির হোসেন সই করা চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়, উপরের বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে লিখিত ব্যাখ্যা নির্দেশ দেয়া যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজধানীর অধীনে ঢাকা জেলার সাভার উপজেলার নির্বাচনী এলাকা ১৯২ ঢাকা ১৯ এর একজন সংসদ সদস্য পদপ্রার্থী।

গত ২৯ নভেম্বর আপনি আপনার বহু কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনী আরচণবিধির লঙ্ঘন বলে দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণ খবর প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, আপনি হাজারখানেক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচার করেছেন। যা বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জারি করা আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন।

 

এই অবস্থায়, আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন সেজন্য আগামী ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক এর (৫)(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ দেয়া হলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আচরণবিধি ভঙ্গ : প্রতিমন্ত্রী এনামুরকে ইসির নোটিশ

প্রকাশিত সময় : ০৪:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ডিসেম্বর বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা-১৯ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং জেলা ও দায়রা জজ জাকির হোসেন সই করা চিঠিতে এসব তথ্য পাওয়া গেছে।

চিঠিতে বলা হয়, উপরের বিষয়ের পরিপ্রেক্ষিতে আপনাকে লিখিত ব্যাখ্যা নির্দেশ দেয়া যাচ্ছে যে, আপনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজধানীর অধীনে ঢাকা জেলার সাভার উপজেলার নির্বাচনী এলাকা ১৯২ ঢাকা ১৯ এর একজন সংসদ সদস্য পদপ্রার্থী।

গত ২৯ নভেম্বর আপনি আপনার বহু কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা নির্বাচনী আরচণবিধির লঙ্ঘন বলে দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণ খবর প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, আপনি হাজারখানেক কর্মী-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে নির্বাচনী প্রচার করেছেন। যা বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) জারি করা আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) অনুচ্ছেদ এবং ১২ অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন।

 

এই অবস্থায়, আপনি কেন নির্বাচন আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন সেজন্য আগামী ১ ডিসেম্বর বিকেল ৫টার মধ্যে মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেয়ার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক এর (৫)(ক) অনুচ্ছেদের ক্ষমতাবলে নির্দেশ দেয়া হলো।