বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর জন্য ফাইজারের আরও ৫০ কোটি ডোজ কোভিড টিকা দেবে যুক্তরাষ্ট্র।
মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের চলাকালে বুধবার এক ভার্চুয়াল বৈঠকে এই টিকাদানের প্রতিশ্রুতি দেবেন।
বিবিসি জানায়, বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হলে ১ হাজার ১শ কোটি ডোজ টিকা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২১ সালের শেষ নাগাদ প্রতিটি দেশের জন্য ন্যূনতম ৪০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। কিন্তু তা পূরণ হওয়ার সম্ভাবনা নেই।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হিসাবে, উচ্চ-আয়ের অনেক দেশ তাদের জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষকে এরই মধ্যে অন্তত এক ডোজ টিকা দিলেও নিম্ন-আয়ের দেশগুলোতে মাত্র ২ শতাংশ মানুষ কেবল প্রথম ডোজ কোভিড টিকা নিয়েছে।
যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৫৮ কোটি ডোজ টিকার প্রতিশ্রুতি দিলেও তার মধ্যে মাত্র ১৪ কোটি ডোজ এ পর্যন্ত সরবরাহ করেছে।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























