নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাত একটার দিকে কাশিপুর ইউনিয়নের খিল মার্কেট এলাকায় একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সুলতান মিয়া, তার স্ত্রী সাহিদা আক্তার, ছেলে নবী হোসেন এবং আলী। জানা যায়, কয়েকদিন গ্রামের বাড়িতে থাকার পর গতরাতে ভাড়া বাসায় ফেরেন তারা। রাতে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে গ্যাসলাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে নারীসহ চারজন দগ্ধ হয়। আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৪
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১১:১৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- ৭০
Tag :
সর্বাধিক পঠিত
























