চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে আট হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যাও পাঁচ লাখ নয় হাজার ছাড়িয়েছে।
সর্বশেষ এক দিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার অবস্থান এখন দ্বিতীয়। আর এরপরই রয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর নাম। এতে বিশ্বব্যাপী কোভিড সংক্রমিতের সংখ্যা ২৩ কোটি ১৩ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে প্রাণহানির সংখ্যাও এরই মধ্যে ৪৭ লাখ ৪১ হাজারে পৌঁছে গেছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন আট হাজার ছয়শ সাতজন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমল প্রায় ৭০০। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা ৪৭ লাখ ৪১ হাজার ৬১৩ জনে পৌঁছেছে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ নয় হাজার ৯১২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমল ১৫ হাজারের বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত রোগটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৩ কোটি ১৩ লাখ ৫৩ হাজার ৩১৮ জনে দাঁড়িয়েছে।
এ দিকে গেল এক দিনে বিশ্বে কোভিড-১৯ এর থাবায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি দেখল যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে মহামারি করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন এক লাখ ২৪ হাজার ৫৫৩ জন। আর মারা গেছেন এক হাজার ৯৬২ জন। প্রাণঘাতী রোগটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত চার কোটি ৩৫ লাখ ২৯ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে সাত লাখ দুই হাজার ৯৬৬ জনের।
দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ার নাম। শেষ এক দিনে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৮২০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ৪৩৮ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৭৩ লাখ ৫৪ হাজার ৯৯৫ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে দুই লাখ এক হাজার ৪৪৫ জনের।
শেষ এক দিনে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যুবরণ করেছেন ৮১১ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬০৩ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৩৫ লাখ ৯৭ হাজার ১৬৮ জনে দাঁড়িয়েছে। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৭৩ হাজার ৩৯১ জনের।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৬৬১ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ৬১১ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা দুই কোটি ১৩ লাখ আট হাজার ১৭৮ জনে পৌঁছেছে। আর প্রাণ গেছে পাঁচ লাখ ৯৩ হাজার ১৮ জনের।
এ দিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান এখন তৃতীয়। শেষ এক দিনে দেশটিতে করোনার থাবায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১৯ জন। আর নতুন করে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৮ জন। দেশটিতে মোট আক্রান্ত তিন কোটি ৩৫ লাখ ৯৩ হাজার ৪৯২ জন। আর প্রাণ হারিয়েছেন চার লাখ ৪৬ হাজার ৩৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬০ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন দুই হাজার ৮৮১ জন। অপর দিকে নির্ধারিত এই সময়ের মধ্যে ইসলামি প্রজাতন্ত্র ইরানে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩১৭ জন। আর নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৩৬২ জন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























