বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রেললাইনে নাশকতা: যুবদল-ছাত্রদলের ২ জন গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় মূল হোতা যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন- যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির, লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি জানান, রেললাইন কেটে নাশকতা ও জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তার নির্দেশেই যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির এ নাশকতা ঘটান। রেললাইন কাটার জন্য তাদের মোটা অংকের টাকাও দেওয়া হয়।

অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা ২৮ অক্টোবর থেকে অন্তত ১০টি নাশকতার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখুরিয়া এলাকায় রেললাইন কাটার ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইচ্যুত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রেললাইনে নাশকতা: যুবদল-ছাত্রদলের ২ জন গ্রেফতার

প্রকাশিত সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

গাজীপুরের শ্রীপুরে রেললাইন কেটে নাশকতার ঘটনায় মূল হোতা যুবদল নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেফতারকৃতরা হলেন- যুবদল নেতা মো. ইখতিয়ার রহমান কবির, লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড মহানগর ছাত্রদলের সভাপতি মো. ইমন হোসেন। রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। এ সময় রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি জানান, রেললাইন কেটে নাশকতা ও জনগণের মাঝে ভীতি সঞ্চার এবং ব্যাপক প্রাণনাশের পরিকল্পনা করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তার নির্দেশেই যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির এ নাশকতা ঘটান। রেললাইন কাটার জন্য তাদের মোটা অংকের টাকাও দেওয়া হয়।

অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা ২৮ অক্টোবর থেকে অন্তত ১০টি নাশকতার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

গত ১৩ ডিসেম্বর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে গাজীপুরের শ্রীপুর উপজেলার বনখুরিয়া এলাকায় রেললাইন কাটার ঘটনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইচ্যুত হয়।