শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে অভিমুখে হাজার হাজার অভিবাসীর যাত্রা

যুক্তরাষ্ট্র অভিমুখে মেক্সিকো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মিছিল শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা, কিউবা ও মেক্সিকোর ৮ হাজার অভিবাসী এই মিছিলে অংশ নিয়েছে। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের প্রস্তাবিত নতুন অভিবাসী আইনের বিরোধিতা করছেন।

চলতি সপ্তাহে মেক্সিকোতে যাওয়ার কথা ব্লিঙ্কেনের। তার আগমনকে ঘিরেই অভিবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেশটির দক্ষিণ সীমান্তে গ্রেফতার হন বহু মানুষ। ২০২২ ও ২০২৩ শুধু এই দুই বছরেই এমন অভিবাসীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হওয়ায় কেবল গত সেপ্টেম্বর মাসেই দুই লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করেছে মার্কিন বর্ডার প্যাট্রল।

মার্কিন গোয়েন্দারা বলছেন, ২০২২ সালের জুনের পর মেক্সিকো সীমান্তে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছেন।মেক্সিকোর বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষেরা সীমান্তে এসে পৌঁছেছেন। বড়দিনের প্রাক্কালে তারা সীমান্তেই উৎসব করছেন।

এই অভিবাসনপ্রত্যাশীরা মূলত সেন্ট্রাল অ্যামেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলি থেকে এসেছেন বলে জানা গেছে। মেক্সিকোর সীমান্ত শহর তাপাচুলা থেকে ১৫ কিলোমিটার হেঁটে তারা সীমান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের এই বিশাল মিছিল বাইডেন প্রশাসনের অভিবাসননীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। গত মে মাসে জো বাইডেনের প্রশাসন মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করেছে। ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা থেকে আসা যে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেয়নি, মেক্সিকোকে তাদের জায়গা দিতে হবে। মেক্সিকো এই চুক্তি মেনে নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে অভিমুখে হাজার হাজার অভিবাসীর যাত্রা

প্রকাশিত সময় : ০৯:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

যুক্তরাষ্ট্র অভিমুখে মেক্সিকো থেকে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী মিছিল শুরু করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা, কিউবা ও মেক্সিকোর ৮ হাজার অভিবাসী এই মিছিলে অংশ নিয়েছে। তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের প্রস্তাবিত নতুন অভিবাসী আইনের বিরোধিতা করছেন।

চলতি সপ্তাহে মেক্সিকোতে যাওয়ার কথা ব্লিঙ্কেনের। তার আগমনকে ঘিরেই অভিবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

প্রতি বছর যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করতে গিয়ে দেশটির দক্ষিণ সীমান্তে গ্রেফতার হন বহু মানুষ। ২০২২ ও ২০২৩ শুধু এই দুই বছরেই এমন অভিবাসীদের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। অবৈধভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পার হওয়ায় কেবল গত সেপ্টেম্বর মাসেই দুই লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেফতার করেছে মার্কিন বর্ডার প্যাট্রল।

মার্কিন গোয়েন্দারা বলছেন, ২০২২ সালের জুনের পর মেক্সিকো সীমান্তে সবচেয়ে বেশি মানুষ জড়ো হয়েছেন।মেক্সিকোর বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষেরা সীমান্তে এসে পৌঁছেছেন। বড়দিনের প্রাক্কালে তারা সীমান্তেই উৎসব করছেন।

এই অভিবাসনপ্রত্যাশীরা মূলত সেন্ট্রাল অ্যামেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলি থেকে এসেছেন বলে জানা গেছে। মেক্সিকোর সীমান্ত শহর তাপাচুলা থেকে ১৫ কিলোমিটার হেঁটে তারা সীমান্তে পৌঁছেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের এই বিশাল মিছিল বাইডেন প্রশাসনের অভিবাসননীতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। গত মে মাসে জো বাইডেনের প্রশাসন মেক্সিকোর সঙ্গে একটি চুক্তি করেছে। ভেনেজুয়েলা, নিকারাগুয়া, কিউবা থেকে আসা যে অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেয়নি, মেক্সিকোকে তাদের জায়গা দিতে হবে। মেক্সিকো এই চুক্তি মেনে নিয়েছে।