শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একসাথে হাঁটার ভিডিও ভাইরাল, মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার একটি জেলায় ১৭১ জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় তাঁদের আটক করেছে দেশটির পুলিশ। দেশটির গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের চিত্রিত একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে।

গত বুধবার ঘটনাটি ঘটেছে জানিয়ে জোহর রাজ্যের কোটা টিংগি জেলার পুলিশ প্রধান বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী পুলিশে অভিযোগ জানানোর পর আরো তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার। গত বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা যায়। তিনি আরও বলেন, তাঁরা চাকরির এজেন্টদের কাছে প্রতারিত হওয়ার পর ১০ কিলোমিটার দূরে অবস্থিত বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা তিন থেকে ছয় মাস ধরে বেকার বলে দাবি করেছেন। তবে তাঁদের সবার কাছে বৈধ নথি ছিল। এক বিবৃতিতে জামোরা বলছেন, ‘মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের ফলস্বরূপ, ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ পুরুষ বাংলাদেশি নাগরিককে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ধারার অধীনে আরো তদন্তের জন্য আটক করা হয়েছে।’ আটক সবাইকে জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নিউ স্ট্রেইটস টাইমস বলেছে, এক মিনিট ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন চালক বিদেশি নাগরিকদের বিস্তৃত লাইনের মুখোমুখি হয়ে অবাক হয়েছেন। বিদেশি নাগরিকদের অপ্রতিরোধ্য উপস্থিতি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

একসাথে হাঁটার ভিডিও ভাইরাল, মালয়েশিয়ায় ১৭১ বাংলাদেশি আটক

প্রকাশিত সময় : ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ার একটি জেলায় ১৭১ জন অভিবাসী বাংলাদেশি দল বেঁধে হেঁটে যাওয়ার সময় তাঁদের আটক করেছে দেশটির পুলিশ। দেশটির গণমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের চিত্রিত একটি ভিডিও গত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি মানুষের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে।

গত বুধবার ঘটনাটি ঘটেছে জানিয়ে জোহর রাজ্যের কোটা টিংগি জেলার পুলিশ প্রধান বলেন, মালয়েশিয়ার সশস্ত্র বাহিনী পুলিশে অভিযোগ জানানোর পর আরো তদন্তের জন্য পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। ভাইরাল ভিডিওটি গত সপ্তাহে ঘটে যাওয়া ঘটনার। গত বুধবার (২০ ডিসেম্বর) সকালে বাংলাদেশিদের একটি দলকে তেলুক রামুনিয়া বায়ু দামাইয়ের মোড়ে হাঁটতে দেখা যায়। তিনি আরও বলেন, তাঁরা চাকরির এজেন্টদের কাছে প্রতারিত হওয়ার পর ১০ কিলোমিটার দূরে অবস্থিত বায়ু দামাই থানায় অভিযোগ দায়ের করতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা তিন থেকে ছয় মাস ধরে বেকার বলে দাবি করেছেন। তবে তাঁদের সবার কাছে বৈধ নথি ছিল। এক বিবৃতিতে জামোরা বলছেন, ‘মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) তদন্তের ফলস্বরূপ, ১৯ থেকে ৪৩ বছর বয়সী মোট ১৭১ পুরুষ বাংলাদেশি নাগরিককে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ১৫(১)(সি) ধারার অধীনে আরো তদন্তের জন্য আটক করা হয়েছে।’ আটক সবাইকে জোহর বাহরুর সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন বিভাগে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নিউ স্ট্রেইটস টাইমস বলেছে, এক মিনিট ৩৩ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, একজন চালক বিদেশি নাগরিকদের বিস্তৃত লাইনের মুখোমুখি হয়ে অবাক হয়েছেন। বিদেশি নাগরিকদের অপ্রতিরোধ্য উপস্থিতি