ভারতের কেরালায় বিজেপি নেতা রনজিৎ শ্রীনিবাসন হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন প্রদেশের আদালত। তারা সবাই পপুলার ফ্রন্স অব ইন্ডিয়া (পিএফআই) এর সদস্য বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০২১ সালের ১৯ ডিসেম্বর মা, স্ত্রী ও মেয়ের সামনে খুন করা হয়েছিল রনজিতকে। তদন্তের পর পুলিশ জানায়, ২০২২ সাল থেকে ভারতে নিষিদ্ধ গোষ্ঠী পিএফআই এর আট সদস্য সরকারি হত্যাকাণ্ডে জড়িত ছিল। বাকি সাতজন অস্ত্র নিয়ে বাড়ির বাইরে পাহারা দিচ্ছিল।
২০২২ সালে পাঁচ বছরের জন্য পিএফআইকে নিষিদ্ধ ঘোষণা করে বিজেপি সরকার।
চলতি মাসের ২০ জানুয়ারি কেরালার আলাফুজা জেলার সেশন আদালত ১৫ জনকে দোষী সাব্যস্ত করেন। এরপর মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। রনজিতের স্ত্রী বলেছেন, তাদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়, তবে এই রায় তাদের জন্য স্বস্তির।
সাজাপ্রাপ্তরা উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

আন্তর্জাতিক ডেস্ক /দৈনিক দেশ নিউজ ডটকম 
























