ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মোটরসাইকেলচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা মো. আয়াত নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাড়াতলী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। নিহত আয়াত উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের মামুন সিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যায় রাস্তার পাশে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছিল আয়াত। স্থানীয় রবিউল নামের এক ব্যক্তি বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে আয়াতকে চাপা দেন। এতে সে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে মারা যায় আয়াত।
নিহতের মা ফারজানা আক্তার এনি বলেন, আমার ছেলে আমার সঙ্গে দাঁড়িয়ে ছিল। এক ছেলে মোটরসাইকেল চালিয়ে এসে তার ওপর তুলে দেয়। আমার ছেলে মারা গেছে। আমাদের তো কোনো দোষ ছিল না। আমি এর সঠিক বিচার চাই।
বাঞ্চারামপুর থানার ওসি মো মহিউদ্দিন আজ সোমবার বিকেলে বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

























