মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত নানী-নাতনিসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।

তবে আলো স্বল্পতা এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা শেষ করেছে উদ্ধারকারী দলগুলো।
বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পাঁকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাঁকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতনি মায়েশা (৩) খাতুন এবং সদর উপজেলার নারায়নপুর গ্রামের ফিটুর ছেলে আসমাউল হক (৫) ও আয়েশা খাতুন (৫)।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পন্য ও অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা ১০রশিয়া ঘাটে যাওয়ার সময় পদ্মা নদীতে স্রোতের তোড়ে তলিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম ২ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রশাসন তাদের কার্যক্রম বন্ধ করলেও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
অপরদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী এবং অতিরিক্ত পণ্য ছিল। অতিরিক্ত ভার এবং প্রবল স্রোতের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিজিবি সস্যদের দুইটি দল উদ্ধার কাজ চালিয়ে স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড স্রোত ও আলো স্বল্পতার জন্য উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে এখনো ৮ জন নিখোঁজ থাকা এবং ৪ জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মৌলভীবাজারের কমলগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত  লাশ উদ্ধার

পদ্মায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রকাশিত সময় : ১০:২৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত নানী-নাতনিসহ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৮ জন।

তবে আলো স্বল্পতা এবং তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা শেষ করেছে উদ্ধারকারী দলগুলো।
বুধবার দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের পাঁকা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পাঁকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতনি মায়েশা (৩) খাতুন এবং সদর উপজেলার নারায়নপুর গ্রামের ফিটুর ছেলে আসমাউল হক (৫) ও আয়েশা খাতুন (৫)।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পন্য ও অতিরিক্ত যাত্রী নিয়ে একটি নৌকা ১০রশিয়া ঘাটে যাওয়ার সময় পদ্মা নদীতে স্রোতের তোড়ে তলিয়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম ২ জনের মৃত্যু নিশ্চিত করে বলেন, প্রশাসন তাদের কার্যক্রম বন্ধ করলেও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
অপরদিকে, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নৌকাটিতে অন্তত ৪০ জন যাত্রী এবং অতিরিক্ত পণ্য ছিল। অতিরিক্ত ভার এবং প্রবল স্রোতের কারণে নৌকাটি মাঝ নদীতে ডুবে যায়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল এবং বিজিবি সস্যদের দুইটি দল উদ্ধার কাজ চালিয়ে স্থানীয়দের সহায়তায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে শিবগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, নদীতে প্রচণ্ড স্রোত ও আলো স্বল্পতার জন্য উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছে প্রশাসন। তবে এখনো ৮ জন নিখোঁজ থাকা এবং ৪ জনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেন।