রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খুলছে আগামী ১৭ অক্টোবর এবং ২০ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. আজিজুর রহমান জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।
এরমধ্যে হল ও একাডেমিক কক্ষের সংস্কার কাজ এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করা হবে।এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: 

























