শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিকলে বেঁধে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই তরুণীর প্রেমিক সানসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলো—হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

সোমবার (১ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানিতে তারা বলেন, আসামি সান ঘটনার বিষয়ে কিছু জানে না। আসামির সাথে বাদীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করার কারণে এ মামলা সৃষ্টি হয়েছে।

এর পর তরুণীর প্রেমিক সান আদালতে বলেন, আমি কিছুই জানি না। আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবার (৯৯৯) নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শিকলে বেঁধে তরুণীকে ধর্ষণ: চার আসামি রিমান্ডে

প্রকাশিত সময় : ০৭:২৩:০১ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় শিকলে বেঁধে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ওই তরুণীর প্রেমিক সানসহ চার আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামিরা হলো—হিমেল, রকি ও সালমা ওরফে ঝুমুর।

সোমবার (১ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ফারুকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানিতে তারা বলেন, আসামি সান ঘটনার বিষয়ে কিছু জানে না। আসামির সাথে বাদীর প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে না করার কারণে এ মামলা সৃষ্টি হয়েছে।

এর পর তরুণীর প্রেমিক সান আদালতে বলেন, আমি কিছুই জানি না। আমি এই ঘটনার সাথে জড়িত নই। আমাকে ফাঁসানো হয়েছে।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসায় এক তরুণীকে শিকলে বেঁধে রেখে ২৫ দিন ধরে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। নবীনগর হাউজিংয়ের একটি বাসায় তাকে আটকে রেখে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণের অভিযোগে গত ৩১ মার্চ রাতে মোহাম্মদপুর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। এর আগে তরুণীর চিৎকারে জাতীয় জরুরি সেবার (৯৯৯) নম্বরে এক ব্যক্তি কল করলে পুলিশ তরুণীকে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে।