আফগানিস্তানের কাপিসা প্রদেশের তাগাব জেলায় একটি বিয়ের আসরে মর্টাল শেলের হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
রোববার (৩০ মে) রয়টার্স জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। প্রাদেশিক পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ এ ঘটনার জন্য তালেবানদের দোষারোপ করেছেন।
তবে কাবুলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহত অন্তত ১০ জন এবং আহত কমপক্ষে ১৮।
শায়েক শোরেশ জানান, আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিল। এর কিছু দূরেই বিয়ের আয়োজন চলছিল।
ঘটনার পর তালেবান মুখপাত্র জানান, এটি ছিল মর্টার হামলা। তাদের পক্ষ থেকে ফায়ার করা হয়নি।

আন্তর্জাতিক ডেস্ক/দৈনিক দেশ নিউজ বিডি ডটকম 
























