রাজধানীর রমনার নিউ ইস্কাটন রোডের একটি বাসা থেকে আবু তাওহিদ হিরন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৭ বছর বয়সী ওই যুবক চলচ্চিত্র পরিচালক ছিলেন। ইএইচআর মিডিয়া হাউজ নামে তার একটি প্রতিষ্ঠান রয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদুরী শিবপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে হিরন রমনার নিউ ইস্কাটন রোডের একটি চারতলা বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে একাই থাকতেন। সেখানেই তার মিডিয়া অফিস।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, সোমবার (১৫ এপ্রিল) নিউ ইস্কাটন রোডের বাসা থেকে হিরনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ওই বাড়ির বাসিন্দাদের বরাদ দিয়ে তিনি বলেন, আবু তাওহিদ হিরন সকাল ৬টার দিকে দারোয়ানকে ফোন করে জানান, তিনি স্ট্রোক করেছেন। দারোয়ানকে রুমে আসতে বলেন। দারোয়ান দরজায় গিয়ে নক করে সাড়া পেলেও ভিতর থেকে দরজা খুলতে পারেননি হিরন। পরে বাইরে থেকে লোক এনে দরজার তালা খুলে ভিতরে গিয়ে দেখা যায়, হিরন উলঙ্গ অবস্থায় উপুড় হয়ে নিচে পড়ে আছেন। প্রস্রাব-পায়খানা শরীরে লেগে আছে। আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইএইচআর মিডিয়া হাউজের ক্রিয়েটিভ ডিরেক্টর ওমর ফারুক নয়ন বলেন, আমরা সংবাদ শুনে ওই বাসায় গিয়ে হিরনকে মৃত অবস্থায় দেখতে পাই।
তিনি জানান, হিরনের পরিচালনায় ‘আদম’ নামে একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। ‘রং রোড’ নামে আরেকটি চলচ্চিত্রের কাজ শেষে হয়েছে। তা মুক্তি পাওয়ার অপেক্ষায় আছে।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 























