শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদালতে সাবেক পর্ন তারকার মুখোমুখি ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় বিচারের মুখোমুখি হয়েছেন। নিজের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে মট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলছে নিউইয়র্কের আদালতে। গতকাল মঙ্গলবার প্রথমবার আদালতের মুখোমুখি হন ড্যানিয়েলস ও ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঢিলেঢালা কালো পোশাকে, পিছনে চুল বেঁধে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।ট্রাম্পের মুখোমুখি হলেও এসময় তাকে একবারও তাকাতে দেখা যায়নি সাবেক প্রেসিডেন্টের দিকে। আদালতের কাঠগড়ায় তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ সেই যৌন কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করেছিলেন।

ট্রাম্প ৩৪টি অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে একটি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে গোপনে অর্থ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবী, সেই সংক্রান্ত। সেই অর্থের পরিমান এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

তবে এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস, সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌনমিলনের নিয়েও কথাও বলেছেন। তিনি জানান, তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন।

আদালতে শুনানিতে তিনি ট্রাম্পের সঙ্গে এই কেলেঙ্কারির ঘটনার মুহূর্তগুলো বর্ণনা করছিলেন। যদিও ট্রাম্পের আইনজীবীরা বিষয়টিকে ভুল বলে দাবি করছিলেন আদালতে।

২০০৬ সালের সেই ঘটনার বর্ণনা করে ড্যানিয়েলস বলেন, তখন ট্রাম্পের সাথে একটি ডিনারের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ পেয়েছিলেন তিনি। প্রথমে তিনি যোগ দিতে চাননি। তবে ট্রাম্পের এক সহযোগী তাকে যাওয়ার জন্য উৎসাহিত করছিলো।

সিল্কের একটি পায়জামা পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ড্যানিয়েলস। তার স্যুটে কথাবার্তার এক পর্যায়ে বাথরুমে যান তিনি। বেরিয়ে এসে দেখেন ট্রাম্প শুধুমাত্র একটি বক্সার শর্টস ও একটি টি শার্ট গায়ে বিছানায় শুয়ে আছেন। পরে সেখানে ঘটে যাওয়া সেই যৌন মিলনের বর্ণনা দেন আদালতে।

ট্রাম্পের আইনজীবীরা ড্যানিয়েলসকে জেরা করার আগে প্রসিকিউটররা একাধিকবার আপত্তি তোলেন। তারা বলেন, ড্যানিয়েলসের স্বাক্ষীর ওপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এটিকে একটি পক্ষপাতমূলক আচরণ বলেও বর্ণনা করেন তার আইনজীবীরা। এ কারণে এই শুনানিতে ড্যানিয়েলসকে কয়েকবার থামানোর চেষ্টা করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা।

তখন বিচারপতি আদালতে বলেন, স্বাক্ষীকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন কাজ। তবে ঘটনা সংক্ষেপে বলার জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, ঘটনাগুলো যে এত বিশদভাবে বলা হচ্ছে, তা অপ্রয়োজনীয়।

যদিও আদালতে শুনানির পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তিনি মনে করেন, বিচার প্রক্রিয়া ভালোভাবে চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আদালতে সাবেক পর্ন তারকার মুখোমুখি ট্রাম্প

প্রকাশিত সময় : ০৭:১৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস একটি যৌন কেলেঙ্কারির ঘটনায় বিচারের মুখোমুখি হয়েছেন। নিজের যৌন কেলেঙ্কারি ধামাচাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে মট্রাম্পের বিরুদ্ধে শুনানি চলছে নিউইয়র্কের আদালতে। গতকাল মঙ্গলবার প্রথমবার আদালতের মুখোমুখি হন ড্যানিয়েলস ও ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ঢিলেঢালা কালো পোশাকে, পিছনে চুল বেঁধে আদালতে উপস্থিত হয়েছিলেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস।ট্রাম্পের মুখোমুখি হলেও এসময় তাকে একবারও তাকাতে দেখা যায়নি সাবেক প্রেসিডেন্টের দিকে। আদালতের কাঠগড়ায় তিনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ সেই যৌন কেলেঙ্কারির ঘটনা বর্ণনা করেছিলেন।

ট্রাম্প ৩৪টি অপরাধমূলক মামলার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে একটি ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে ড্যানিয়েলসকে গোপনে অর্থ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্টের আইনজীবী, সেই সংক্রান্ত। সেই অর্থের পরিমান এক লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

তবে এই ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ড্যানিয়েলস, সেই সঙ্গে ট্রাম্পের সঙ্গে যৌনমিলনের নিয়েও কথাও বলেছেন। তিনি জানান, তার মুখ বন্ধ রাখতে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে টাকা দিয়েছিলেন।

আদালতে শুনানিতে তিনি ট্রাম্পের সঙ্গে এই কেলেঙ্কারির ঘটনার মুহূর্তগুলো বর্ণনা করছিলেন। যদিও ট্রাম্পের আইনজীবীরা বিষয়টিকে ভুল বলে দাবি করছিলেন আদালতে।

২০০৬ সালের সেই ঘটনার বর্ণনা করে ড্যানিয়েলস বলেন, তখন ট্রাম্পের সাথে একটি ডিনারের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ পেয়েছিলেন তিনি। প্রথমে তিনি যোগ দিতে চাননি। তবে ট্রাম্পের এক সহযোগী তাকে যাওয়ার জন্য উৎসাহিত করছিলো।

সিল্কের একটি পায়জামা পরে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ড্যানিয়েলস। তার স্যুটে কথাবার্তার এক পর্যায়ে বাথরুমে যান তিনি। বেরিয়ে এসে দেখেন ট্রাম্প শুধুমাত্র একটি বক্সার শর্টস ও একটি টি শার্ট গায়ে বিছানায় শুয়ে আছেন। পরে সেখানে ঘটে যাওয়া সেই যৌন মিলনের বর্ণনা দেন আদালতে।

ট্রাম্পের আইনজীবীরা ড্যানিয়েলসকে জেরা করার আগে প্রসিকিউটররা একাধিকবার আপত্তি তোলেন। তারা বলেন, ড্যানিয়েলসের স্বাক্ষীর ওপর ভিত্তি করে ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। এটিকে একটি পক্ষপাতমূলক আচরণ বলেও বর্ণনা করেন তার আইনজীবীরা। এ কারণে এই শুনানিতে ড্যানিয়েলসকে কয়েকবার থামানোর চেষ্টা করেছিলেন ট্রাম্পের আইনজীবীরা।

তখন বিচারপতি আদালতে বলেন, স্বাক্ষীকে নিয়ন্ত্রণ করা একটু কঠিন কাজ। তবে ঘটনা সংক্ষেপে বলার জন্য তিনি অনুরোধ জানান। তিনি বলেন, ঘটনাগুলো যে এত বিশদভাবে বলা হচ্ছে, তা অপ্রয়োজনীয়।

যদিও আদালতে শুনানির পরে ট্রাম্প সাংবাদিকদের বলেন যে তিনি মনে করেন, বিচার প্রক্রিয়া ভালোভাবে চলছে।