বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সোমবার (২০ মে) ভোরে ইরানি রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর দেশটির সশস্ত্র বাহিনী, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি অপারেশনাল দল বর্তমানে প্রেসিডেন্টের হেলিকপ্টার সম্পর্কে বিশদ তদন্ত ও নিশ্চিত করতে ওই স্থানে যাচ্ছে।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা পীর হোসাইন কলিভান্দ সোমবার (২০ মে) সকালে ঘোষণা দেন, উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছে গেছে। এর বেশি আর কোনো তথ্য তিনি জানাননি। তবে পরিস্থিতি ভালো বলে জানান।

তিনি আরও বলেন, ৭৩টি উদ্ধারকারী দল যে এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সেখানে অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে আধুনিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ দল রয়েছে।

রেড ক্রিসেন্ট ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট হেডকোয়াটারের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের ড্রোন দিয়ে ২দুটি স্থান খুঁজে পাওয়া গেছে। স্থান দুটিকে তারা হট স্পট নামে ঘোষণা করেছে। যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইরানি রেভুলেশনারি গার্ড কর্পসের কমান্ডার জানিয়েছেন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য সত্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে

প্রকাশিত সময় : ০৯:৩০:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সোমবার (২০ মে) ভোরে ইরানি রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর দেশটির সশস্ত্র বাহিনী, রেড ক্রিসেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বেশ কয়েকটি অপারেশনাল দল বর্তমানে প্রেসিডেন্টের হেলিকপ্টার সম্পর্কে বিশদ তদন্ত ও নিশ্চিত করতে ওই স্থানে যাচ্ছে।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা পীর হোসাইন কলিভান্দ সোমবার (২০ মে) সকালে ঘোষণা দেন, উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ধ্বংসাবশেষের কাছাকাছি পৌঁছে গেছে। এর বেশি আর কোনো তথ্য তিনি জানাননি। তবে পরিস্থিতি ভালো বলে জানান।

তিনি আরও বলেন, ৭৩টি উদ্ধারকারী দল যে এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে সেখানে অভিযান চালাচ্ছে। তাদের সঙ্গে আধুনিক সরঞ্জাম এবং বিশেষজ্ঞ দল রয়েছে।

রেড ক্রিসেন্ট ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট হেডকোয়াটারের পক্ষ থেকে বলা হয়েছে, তুরস্কের ড্রোন দিয়ে ২দুটি স্থান খুঁজে পাওয়া গেছে। স্থান দুটিকে তারা হট স্পট নামে ঘোষণা করেছে। যেখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে ইরানি রেভুলেশনারি গার্ড কর্পসের কমান্ডার জানিয়েছেন হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার তথ্য সত্য।