বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাইসির জন্য খামেনির প্রার্থনা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার (১৯ মে) দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পরিবারের সদস্যদের এক বৈঠকে এই উদ্বেগ জানান তিনি।

পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করেছেন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটির সর্বোচ্চ এই নেতা বলেছেন, আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। তাদের সুস্বাস্থ্যের জন্য সবার প্রার্থনা করা উচিত।

ইরানি জাতির উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া উচিত না। দেশের কাজে কোনও বিঘ্ন হবে না। প্রসঙ্গত, ইরানের ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসেছে। তবে দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টারটির সন্ধান পাননি উদ্ধারকর্মীরা।

প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের অবস্থা সম্পর্কে সুনিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থলে ৪০টি উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। ভারী বৃষ্টিপাত ও কুয়াশাচ্ছন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাইসির জন্য ইরানজুড়ে দোয়া করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাইসির জন্য খামেনির প্রার্থনা

প্রকাশিত সময় : ০৯:৪৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। রোববার (১৯ মে) দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর পরিবারের সদস্যদের এক বৈঠকে এই উদ্বেগ জানান তিনি।

পাশাপাশি তাদের জন্য প্রার্থনা করেছেন। এ খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটির সর্বোচ্চ এই নেতা বলেছেন, আমরা আশা করছি আল্লাহ আমাদের প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জাতির কাছে ফিরিয়ে দেবেন। তাদের সুস্বাস্থ্যের জন্য সবার প্রার্থনা করা উচিত।

ইরানি জাতির উদ্বিগ্ন বা চিন্তিত হওয়া উচিত না। দেশের কাজে কোনও বিঘ্ন হবে না। প্রসঙ্গত, ইরানের ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্গম পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনায় পড়েছে বলে আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসেছে। তবে দুর্ঘটনার পর থেকে ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত হেলিকপ্টারটির সন্ধান পাননি উদ্ধারকর্মীরা।

প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও তাদের সফর সঙ্গীদের অবস্থা সম্পর্কে সুনিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থলে ৪০টি উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। ভারী বৃষ্টিপাত ও কুয়াশাচ্ছন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাইসির জন্য ইরানজুড়ে দোয়া করা হচ্ছে।