কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সোয়াদ ইসলাম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টার সময় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে শিশুটিকে একটি সাপে কামড় দেয়। নিহত শিশু সোয়াদ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতখালী চৌহদ্দির মাঠ এলাকার সুখ চাঁদের ছেলে। নিহতদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহি জানান, সোয়াদ তার বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। বুধবার দিবাগত রাতে ঘুমের মধ্যে সোয়াদকে কিছু একটা কামড় দেয়। এ সময় শিশুটি টের পেয়ে চিৎকার করলে বাবা-মা ঘুম থেকে জেগে পাশেই একটি সাপ দেখতে পায়। এ সময় বাবা সুখ চাঁদ ঘরের ভেতরে থাকা হাসুয়া দিয়ে সাপটিকে কোপ দিয়ে মেরে ফেলে। পরে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শিশুটি মৃত্যু হয়। তবে সাপটি কেউ চিনতে পারেনি বলে ইউপি চেয়ারম্যান জানান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। এন্টিভেনম প্রয়োগ চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ০৮:৩০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- ১২৯
Tag :
সর্বাধিক পঠিত



























