বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা জিততে না পারলে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দল না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে। এমনকি সেটি তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার স্ত্রী সারা নেতানিয়াহুও সঙ্গে ছিলেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আমি ইসরায়েলের প্রতি সব সময়ই ইতিবাচক ছিলাম যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে। আমি অনেকগুলো কাজ করেছি: গোলান মালভূমিকে স্বীকৃতি দিয়েছি (ইসরায়েলের অংশ হিসেবে), জেরুসালেমকে রাজধানী করেছি— প্রকৃতপক্ষে আমরা সেখানে আমাদের দূতাবাস স্থাপন করেছি…এবং ইরানের পারমাণবিক চুক্তিও করেছিলাম।’

Donald Trump meets with Israeli Prime Minister Benjamin Netanyahu at his Mar-a-Lago estate

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কোনো কিছুই করেনি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরও হয়ে এসেছিলাম, যা এক কথায় অসাধারণ একটি বিষয় ছিল। হয়তো ইসরায়েলের জন্য আমি যা করেছি তার মধ্যে সবচেয়ে সেরা কাজ ছিল এটি। কিন্তু বাইডেন প্রশাসন এই ইস্যুতে কোনো কিছুই করেনি। তিনি (কমলা হ্যারিস) তার চেয়েও (বাইডেন) খারাপ।’

রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, ‘যদি আমরা জিতি, তাহলে বিষয়টি হবে খুবই সহজ। কিন্তু আমরা যদি না জিতি, তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন, এমনকি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আমরা জিততে না পারলে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: ট্রাম্প

প্রকাশিত সময় : ০৭:০১:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাদের দল না জিতলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ লেগে যাবে। এমনকি সেটি তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়, গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের বাসভবন মার-এ-লাগোতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তার স্ত্রী সারা নেতানিয়াহুও সঙ্গে ছিলেন।

নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানান, ‘আমি ইসরায়েলের প্রতি সব সময়ই ইতিবাচক ছিলাম যেকোনো মার্কিন প্রেসিডেন্টের চেয়ে। আমি অনেকগুলো কাজ করেছি: গোলান মালভূমিকে স্বীকৃতি দিয়েছি (ইসরায়েলের অংশ হিসেবে), জেরুসালেমকে রাজধানী করেছি— প্রকৃতপক্ষে আমরা সেখানে আমাদের দূতাবাস স্থাপন করেছি…এবং ইরানের পারমাণবিক চুক্তিও করেছিলাম।’

Donald Trump meets with Israeli Prime Minister Benjamin Netanyahu at his Mar-a-Lago estate

ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, বাইডেন প্রশাসন ইরান ইস্যুতে কোনো কিছুই করেনি। আমরা ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরও হয়ে এসেছিলাম, যা এক কথায় অসাধারণ একটি বিষয় ছিল। হয়তো ইসরায়েলের জন্য আমি যা করেছি তার মধ্যে সবচেয়ে সেরা কাজ ছিল এটি। কিন্তু বাইডেন প্রশাসন এই ইস্যুতে কোনো কিছুই করেনি। তিনি (কমলা হ্যারিস) তার চেয়েও (বাইডেন) খারাপ।’

রিপাবলিকান পার্টি মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেন, ‘যদি আমরা জিতি, তাহলে বিষয়টি হবে খুবই সহজ। কিন্তু আমরা যদি না জিতি, তাহলে আপনারা মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বেন, এমনকি সেটা তৃতীয় বিশ্বযুদ্ধও হতে পারে।’