বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত

পাকিস্তানের বিভিন্ন শহরে বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

একদিন আগেই পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা (আইএসপি) অভিযোগ করেছিল, ইন্টারনেট ট্রাফিক নিরীক্ষণের জন্য সরকারের বর্ধিত প্রচেষ্টার ফলে দেশব্যাপী ইন্টারনেটের গতি ধীর হয়েছে।

দ্য ওয়্যারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (উইসপ্যাপ) জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইন্টারনেটের গতি ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কার্যক্রম স্থানান্তর করার কথা ভাবছে।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গত সপ্তাহ থেকে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা মেসেজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ্লিকেশানগুলোতে প্রবেশের ক্ষেত্রে ধীরগতি ও অসুবিধার কথা জানিয়েছেন।

কিছু ব্যবহারকারী অনুমান করেছেন যে ব্যবহারকারীদের উপর নজরদারি চালাতে সরকার একটি ফায়ারওয়াল ইনস্টল করছে। এর ফলে এই জটিলতা দেখা দিয়েছে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) অবশ্য ফায়ারওয়ালের কারণে সমস্যার বিষয়টি অস্বীকার করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানজুড়ে ইন্টারনেট সেবা ব্যাহত

প্রকাশিত সময় : ০৬:১৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

পাকিস্তানের বিভিন্ন শহরে বৃহস্পতিবার ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন বাসিন্দারা। ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

একদিন আগেই পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা (আইএসপি) অভিযোগ করেছিল, ইন্টারনেট ট্রাফিক নিরীক্ষণের জন্য সরকারের বর্ধিত প্রচেষ্টার ফলে দেশব্যাপী ইন্টারনেটের গতি ধীর হয়েছে।

দ্য ওয়্যারলেস অ্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (উইসপ্যাপ) জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইন্টারনেটের গতি ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অন্য দেশে তাদের কার্যক্রম স্থানান্তর করার কথা ভাবছে।

ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো প্রধান অনলাইন প্ল্যাটফর্মগুলোতে গত সপ্তাহ থেকে প্রবেশ করা যাচ্ছে না। ব্যবহারকারীরা মেসেজিং এবং সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ্লিকেশানগুলোতে প্রবেশের ক্ষেত্রে ধীরগতি ও অসুবিধার কথা জানিয়েছেন।

কিছু ব্যবহারকারী অনুমান করেছেন যে ব্যবহারকারীদের উপর নজরদারি চালাতে সরকার একটি ফায়ারওয়াল ইনস্টল করছে। এর ফলে এই জটিলতা দেখা দিয়েছে।

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) অবশ্য ফায়ারওয়ালের কারণে সমস্যার বিষয়টি অস্বীকার করেছে।