বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফ্রিকার পর সুইডেনেও ‘মাঙ্কিপক্স’ শনাক্ত

আফ্রিকার পর এবার সুইডেনে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। দেশটিতে মাঙ্কিপক্সের ভয়াবহ একটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তির মাঝেও তা সংক্রমিত হচ্ছে।Pause

আল জাজিরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এটি অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।

সুইডেনের স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জ্যাকব ফরসমেড গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশে মাঙ্কিপক্সের একটি বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যার নাম ক্লেল আই।’

এদিকে আফ্রিকার কঙ্গসহ আরও কিছু দেশে মাঙ্কিপক্সি ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছরের মধ্যে আবারও বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

তবে কানাডা এবং যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

সুইডেনের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

সুইডেন রাজ্যের মহামারি বিশেষজ্ঞ ম্যাগনাস গিসলেন এক বিবৃতিতে বলেন, যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি আফ্রিকা ভ্রমণ করেছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য সহযোগিতা চাইলে তাকে স্টকহোমে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির চিকিৎসার ফলে তা জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না।’

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে কঙ্গো প্রজাতন্ত্রে ৫৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া কঙ্গোর আশপাশের দেশগুলোতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আফ্রিকার পর সুইডেনেও ‘মাঙ্কিপক্স’ শনাক্ত

প্রকাশিত সময় : ১১:৪৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

আফ্রিকার পর এবার সুইডেনে শনাক্ত হয়েছে মাঙ্কিপক্স। দেশটিতে মাঙ্কিপক্সের ভয়াবহ একটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তির মাঝেও তা সংক্রমিত হচ্ছে।Pause

আল জাজিরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সুইডিশ সরকার এ তথ্য জানিয়েছে। ধারণা করা হচ্ছে এটি অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে।

সুইডেনের স্বাস্থ্য ও সামাজিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জ্যাকব ফরসমেড গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের দেশে মাঙ্কিপক্সের একটি বিপজ্জনক ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যার নাম ক্লেল আই।’

এদিকে আফ্রিকার কঙ্গসহ আরও কিছু দেশে মাঙ্কিপক্সি ছড়িয়ে পড়ার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুই বছরের মধ্যে আবারও বুধবার বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

তবে কানাডা এবং যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।

সুইডেনের জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

সুইডেন রাজ্যের মহামারি বিশেষজ্ঞ ম্যাগনাস গিসলেন এক বিবৃতিতে বলেন, যে ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন তিনি আফ্রিকা ভ্রমণ করেছিলেন। পরবর্তীতে তিনি চিকিৎসার জন্য সহযোগিতা চাইলে তাকে স্টকহোমে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘ওই ব্যক্তির চিকিৎসার ফলে তা জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে না।’

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে কঙ্গো প্রজাতন্ত্রে ৫৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া কঙ্গোর আশপাশের দেশগুলোতে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।