বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুদিয়াহ জেলায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সরকারপন্থি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব।

আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমারু গাড়িতে স্বতন্ত্র বিস্ফোরক ডিভাইস (আইইডি) দিয়ে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে

২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি উপদল একিভূত হয়ে একিউএপি গঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে একিউএপি দক্ষিণ ইয়েমেনে হামলা চালাচ্ছে। গত মার্চ মাসে আবিয়ান প্রদেশে হামলা চালায় একিউএপি। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়েছিল।

চলতি বছরের শুরুরের দিকে একিউএপি তাদের নেতা খালিদ বাতারফির মৃত্যুর খবর জানায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানায়নি একিউএপি। পরে বাতারফির স্থলাভিষিক্ত হন সাদ আল-আওলাকি। তার নেতৃত্বে একিউএপি ইয়েমেনে ক্রমশ তাদের প্রভাব বাড়াচ্ছে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১৬ সেনা নিহত

প্রকাশিত সময় : ১২:৩২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

ইয়েমেনের দক্ষিণাঞ্চলের মুদিয়াহ জেলায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলায় ১৬ ইয়েমেনি সরকারপন্থি সৈন্য নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমা বোঝাই গাড়ি নিরাপত্তা বাহিনীর সামরিক চৌকিতে নিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন ইয়েমেনের সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র মোহামেদ আল নকিব।

আল-কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করেছে। তারা জানায়, একজন আত্মঘাতী হামলাকারী একটি বোমারু গাড়িতে স্বতন্ত্র বিস্ফোরক ডিভাইস (আইইডি) দিয়ে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়েছে

২০০৯ সালে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি উপদল একিভূত হয়ে একিউএপি গঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে একিউএপি দক্ষিণ ইয়েমেনে হামলা চালাচ্ছে। গত মার্চ মাসে আবিয়ান প্রদেশে হামলা চালায় একিউএপি। ওই হামলায় দুই যোদ্ধা নিহত হয়েছিল।

চলতি বছরের শুরুরের দিকে একিউএপি তাদের নেতা খালিদ বাতারফির মৃত্যুর খবর জানায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা জানায়নি একিউএপি। পরে বাতারফির স্থলাভিষিক্ত হন সাদ আল-আওলাকি। তার নেতৃত্বে একিউএপি ইয়েমেনে ক্রমশ তাদের প্রভাব বাড়াচ্ছে। বর্তমানে ইয়েমেনের দক্ষিণাঞ্চল একিউএপির সবচেয়ে শক্তিশালী ঘাঁটি।