শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬৯৮ জনের নামে আরও দুই হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে কারখানা শ্রমিক আশিক মিয়া (২০) ও মো. শফিক মিয়া (২৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬৯৮ জনকে আসামি করে পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গকুল নগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে ও শফিক শেরপুর জেলার নকলা এলাকার চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।

দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুমসহ ৬৯৮ জনকে আসামি করা হয়।

নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ মামলায় উল্লেখ করেন, তার চাচাতো ভাই শফিক মিয়া গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে সিনহা গার্মেন্ট এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর অতর্কিত গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

অপরদিকে নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাষ্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান। এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ছাত্র-আন্দোলনে দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৯৮ জনকে আসামি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৬৯৮ জনের নামে আরও দুই হত্যা মামলা

প্রকাশিত সময় : ১১:১৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গুলিবিদ্ধ হয়ে কারখানা শ্রমিক আশিক মিয়া (২০) ও মো. শফিক মিয়া (২৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৬৯৮ জনকে আসামি করে পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ ও আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আশিক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের গকুল নগর পশ্চিমপাড়ার মৃত কামাল মিয়ার ছেলে ও শফিক শেরপুর জেলার নকলা এলাকার চিথলিয়া গ্রামের জুলহাস মিয়ার ছেলে।

দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রকৌশলী মাসুদুর রহমান মাসুমসহ ৬৯৮ জনকে আসামি করা হয়।

নিহত শফিক মিয়ার চাচাতো ভাই আবু হানিফ মামলায় উল্লেখ করেন, তার চাচাতো ভাই শফিক মিয়া গত ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে সিনহা গার্মেন্ট এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্র জনতার ওপর অতর্কিত গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সে রাস্তায় লুটিয়ে পড়ে ঘটনাস্থলে নিহত হয়। এ ঘটনায় ১৫৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

অপরদিকে নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাষ্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হয়। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান। এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, ছাত্র-আন্দোলনে দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা গ্রহণ করা হয়েছে। দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৯৮ জনকে আসামি করা হয়েছে।