শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় সাবেক হুইপসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

সোমবার (২৬ আগস্ট) জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে জাতীয় সংসদের সাবেক হুইপ, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ ১১৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা বিএনপি কার্যালয়ের তালাসহ দরজা জানালা ভেঙে ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ঢেলে আসবাবপত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি ও সদর (গাইবান্ধা-২) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। তিনি বলেন, দুপুরে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। মামলায় সদর আসনের সাবেক হুইপ ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গাইবান্ধায় সাবেক হুইপসহ ৩৬৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত সময় : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

গাইবান্ধায় জাতীয় সংসদের সাবেক হুইপ, সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

সোমবার (২৬ আগস্ট) জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই সরকার বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

মামলার এজাহারে জাতীয় সংসদের সাবেক হুইপ, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ ১১৪ জনের নাম উল্লেখ করে ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি দেখানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে শহরের সার্কুলার রোডে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা বিএনপি কার্যালয়ের তালাসহ দরজা জানালা ভেঙে ভেতরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ঢেলে আসবাবপত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি ও সদর (গাইবান্ধা-২) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলনসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা। তিনি বলেন, দুপুরে বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে। মামলায় সদর আসনের সাবেক হুইপ ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।