শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ২২০ জনের নামে হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মো. ইয়াসিন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  বুধবার (২৮ আগস্ট) রাতে নিহত ইয়াসিনের বড় ভাই মো. শীপন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটুসহ প্রমুখ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন আসামিরা হামলা চালায়। এছাড়াও আসামিরা ককটেল বিস্ফোরণসহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মো. ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারায়ণগঞ্জে শেখ হাসিনা-শামীম ওসমানসহ ২২০ জনের নামে হত্যা মামলা

প্রকাশিত সময় : ০৯:৪৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মো. ইয়াসিন (১৮) হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ২২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  বুধবার (২৮ আগস্ট) রাতে নিহত ইয়াসিনের বড় ভাই মো. শীপন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলাটি করেন। মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ, বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটুসহ প্রমুখ। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার দেলপাড়া এস বি গার্মেন্টসের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালীন আসামিরা হামলা চালায়। এছাড়াও আসামিরা ককটেল বিস্ফোরণসহ আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় অয়ন ওসমানের ছোড়া গুলিতে মো. ইয়াসিন মিয়া (১৮) বুকে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।