রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন আটক

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২ অক্টোবর) নেত্রকোণা মডেল থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী হেফাজত (রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন আটক

প্রকাশিত সময় : ১১:৩৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম শাওনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে আটক করা হয়।

আজ বুধবার (২ অক্টোবর) নেত্রকোণা মডেল থানায় দায়ের করা নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

তিনি জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া। এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক এমপি আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে আটক করা হয়। পরে তাকে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোণা বিচারিক আদালতে ৭ দিনের পুলিশী হেফাজত (রিমান্ড) চেয়ে সোপর্দ করা হবে।