শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো অবগত নই। বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো।’

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাহাড়পুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে গেলে তাদের ওপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামাল হোসেন ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজ মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা বলা হবে।

এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত সময় : ১০:০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো অবগত নই। বিস্তারিত জেনে আপনাদেরকে জানাবো।’

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পাহাড়পুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে মাদকের চালান আনতে গেলে তাদের ওপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই কামাল নিহত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কামাল হোসেন ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে গিয়েছিলেন বলে আমরা জানতে পারি। পরে বিএসএফের গুলিতে তিনি নিহত হন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আজ মঙ্গলবার লাশ ফিরিয়ে আনার বিষয়ে কথা বলা হবে।

এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।