শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে শেখ রাসেল দিবস উদযাপন

রাবিতে শেখ রাসেল দিবস উদযাপন

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য প্রদান, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকাল ৯:৩০ মিনিটে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শেখ রাসেল মডেল স্কুল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহ্জবিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর এম হুমায়ুন কবীর, ছাত্র-উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, পরিবহন প্রশাসক মোকছিদুল হকসহ সহকারী প্রক্টর, স্কুল পরিচালনা পরিষদের সদস্য, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শেখ রাসেল আমাদের মাঝে অনন্য এক নাম; বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সকলের নিকট এক ভালোবাসার নাম শেখ রাসেল। তিনি আগামী বছর থেকে এ দিবস উপলক্ষে ‘শেখ রাসেল পদক’ চালু করার ঘোষণা দেন। পাশাপাশি শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে এ দিবসটিতে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা আয়োজনের কথাও তিনি জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। তিনি শেখ রাসেল মডেল স্কুল ও রাবি স্কুল প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষক রুম্মান বেগম, মেহের নিগার সমাপ্তি ও দেবশ্রী মন্ডল।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাবিতে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশিত সময় : ০৫:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিবস। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে দিনটি ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদযাপিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’। রাজশাহী বিশ্ববিদ্যালয় শেখ রাসেল মডেল স্কুলে শেখ রাসেলের ছবিতে পুষ্পমাল্য প্রদান, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকাল ৯:৩০ মিনিটে উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শেখ রাসেল মডেল স্কুল আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র। স্কুলের অধ্যক্ষ লিসাইয়া মেহ্জবিনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর এম হুমায়ুন কবীর, ছাত্র-উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, পরিবহন প্রশাসক মোকছিদুল হকসহ সহকারী প্রক্টর, স্কুল পরিচালনা পরিষদের সদস্য, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শেখ রাসেল আমাদের মাঝে অনন্য এক নাম; বাংলাদেশের শিশু, কিশোর, তরুণ, বৃদ্ধ সকলের নিকট এক ভালোবাসার নাম শেখ রাসেল। তিনি আগামী বছর থেকে এ দিবস উপলক্ষে ‘শেখ রাসেল পদক’ চালু করার ঘোষণা দেন। পাশাপাশি শেখ রাসেলের স্মৃতি ধরে রাখতে এ দিবসটিতে বাইসাইকেল চালানো প্রতিযোগিতা আয়োজনের কথাও তিনি জানান।
দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। তিনি শেখ রাসেল মডেল স্কুল ও রাবি স্কুল প্রাঙ্গণে গাছের চারাও রোপণ করেন। স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা ও সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্কুলের শিক্ষক রুম্মান বেগম, মেহের নিগার সমাপ্তি ও দেবশ্রী মন্ডল।