বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২৪

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

স্থানীয় সময় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

সাধারণত দিনের প্রথম দিকে এই স্টেশনটি বেশ ব্যস্ত থাকে।

এদিকে হাসপাতালের মুখপাত্র ডাঃ ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ৪৪ জন আহতকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বালোচ বলেছেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরও তথ্যের জন্য তদন্ত চলছে। রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এখনও কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী ‘জঙ্গি’দের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পাকিস্তানে রেলস্টেশনে বোমা বিস্ফোরণ, নিহত ২৪

প্রকাশিত সময় : ০৪:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪

দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটায় একটি রেলস্টেশনে বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ৪০ জনেরও বেশি।

স্থানীয় সময় আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও অন্যান্য কর্মকর্তারা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেলুচিস্তানের পুলিশের মহাপরিদর্শক মোজ্জাম জাহ আনসারি বলেছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। টার্গেট ছিল পদাতিক স্কুলের সেনা সদস্যরা। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

সাধারণত দিনের প্রথম দিকে এই স্টেশনটি বেশ ব্যস্ত থাকে।

এদিকে হাসপাতালের মুখপাত্র ডাঃ ওয়াসিম বেগ রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ৪৪ জন আহতকে সিভিল হাসপাতালে আনা হয়েছে।

পুলিশ অপারেশনের সিনিয়র সুপারিনটেনডেন্ট মুহাম্মদ বালোচ বলেছেন, ‘বিস্ফোরণটি একটি আত্মঘাতী বোমা বলে মনে হচ্ছে এবং আরও তথ্যের জন্য তদন্ত চলছে। রেলওয়ে স্টেশনের ভিতরে বিস্ফোরণটি ঘটে।’

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জাফর এক্সপ্রেস সকাল ৯টায় পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্ঘটনা ঘটে।

কর্মকর্তারা জিও নিউজকে জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে।

এখনও কোনো গোষ্ঠী কোয়েটার প্রধান রেলওয়ে স্টেশনে বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, গত আগস্টেও পুলিশ স্টেশন, রেললাইন এবং হাইওয়েতে বিচ্ছিন্নতাবাদী ‘জঙ্গি’দের হামলায় বেলুচিস্তান প্রদেশে অন্তত ৭৩ জন নিহত হন।