বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করছেন কীর্তি

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। তিনি কীর্তি সুরেশ। দক্ষিণী সিনেমা দেখেন, অথচ তাকে পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মায়াবী চেহারার এ অভিনেত্রী যেমন রূপের মুগ্ধতা ছড়ান, তেমনি তার অভিনয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন সবাইকে।

এবার জানা গেল এ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলকে বিয়ে করছেন এ অভিনেত্রী। দুবাইর ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। যদিও বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি কীর্তি। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন।

কারণ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’-এ বরুণের বিপরীতে কীর্তি অভিনয় করেছেন। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিয়ে করছেন কীর্তি

প্রকাশিত সময় : ০৯:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

দক্ষিণ ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিনি। তামিল, তেলেগু ও মালয়ালম ভাষার সিনেমায় সমানতালে কাজ করেন। ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কারও। তিনি কীর্তি সুরেশ। দক্ষিণী সিনেমা দেখেন, অথচ তাকে পছন্দ করেন না, এমন দর্শক খুঁজে পাওয়া দুষ্কর। মায়াবী চেহারার এ অভিনেত্রী যেমন রূপের মুগ্ধতা ছড়ান, তেমনি তার অভিনয়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখেন সবাইকে।

এবার জানা গেল এ অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি থাত্তিলকে বিয়ে করছেন এ অভিনেত্রী। দুবাইর ব্যবসায়ী অ্যান্টনির সঙ্গে স্কুলে পড়াকালীন তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্ব পরবর্তীতে গড়ায় প্রেমে।

শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে গোয়াতে চার হাত এক হবে তাদের। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করবেন কীর্তি। ডিসেম্বরের ৯ তারিখ থেকেই শুরু হবে বিবাহ উৎসব। চলবে তিন দিন। ইন্ডাস্ট্রির জল্পনা, বিয়ের পর কীর্তিও দুবাই পাড়ি দেবেন। যদিও বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি কীর্তি। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, কীর্তির বিয়েতে থালাপতি বিজয়, চিরঞ্জীবী, অ্যাটলি কুমার, ন্যানির মতো দক্ষিণী তারকারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বলিউডের বরুণ ধাওয়ানও বিয়ের অনুষ্ঠানে হাজির হবেন।

কারণ ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘থোরি’ সিনেমার হিন্দি রিমেক ‘বেবি জন’-এ বরুণের বিপরীতে কীর্তি অভিনয় করেছেন। আর সেই সূত্রেই বরুণের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছে। সিনেমাটি আসছে বড়দিনে মুক্তি পাবে।