বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সহসমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটিকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী।

বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার ওই সহসমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি প্রস্তুত হওয়ার জন্য লিখে গেছে কে বা কারা। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তার পরিবার।
সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেয়ালে এমন লেখার রহস্য উদঘাটনে তদন্ত চলছে জানিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সমন্বয়করা। সূত্র: কালের কণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সহসমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’

প্রকাশিত সময় : ১০:৩২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিব আবু সায়েমের বাড়ির দেয়ালে ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ লেখা নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটিকে হত্যার হুমকি হিসেবে দেখছে এলাকাবাসী।

বগুড়া সদর থানার নওদাপাড়া এলাকার ওই সহসমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি প্রস্তুত হওয়ার জন্য লিখে গেছে কে বা কারা। নিজ বাড়ির দেয়ালে হত্যার এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি তার পরিবার।
সহসমন্বয়ক আহসান হাবিব সায়েমের বাড়ি বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার আব্দুল গফুরের ছেলে। সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়া জেলা কমিটির সহসমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেয়ালে এমন লেখার রহস্য উদঘাটনে তদন্ত চলছে জানিয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘ঘটনাটি শোনার পর থেকেই আমাদের থানার একাধিক টিম কাজ করছে। যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের জন্য যারা লড়াই করেছেন তাদের বাড়িতে এমন হত্যার হুমকি দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সমন্বয়করা। সূত্র: কালের কণ্ঠ